বাংলা হান্ট ডেস্কঃ দিনে দুপুরে প্রকাশ্যে শক্তিগড়ে ফের গুলি চললো গুলি (Firing)। ঘটনায় গুরুতর জখম হয়েছে এক ব্যবসায়ী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের (Shaktigarh) জোতরামের একটি সোনার দোকানে। প্রকাশ্য দিবালোকে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সোনার দোকানে গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ দোকানের মালিক। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পূর্ব বর্ধমান ১৯ জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর জখম সোনার দোকানের মালিকের নাম সদীপ দাস।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় দুজন দুস্কৃতি রিভলভার দেখিয়ে সোনার দোকানে লুট করার চেষ্টা করে। প্রথমে তারা ক্রেতা সেজে দোকানে ঢোকে,তারপর যখন ছিনতাই করতে যায় দোকানের মালিক বাধা দিতে গেলে গুলি চালায়। সেই গুলি গিয়ে লাগে মালিকের পেটে।
আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের KYC কার নামে? ফাঁস করতে এবার বিরাট চাল ED-র! তুঙ্গে শোরগোল
এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগর থানার বিশাল পুলিশ বাহিনী আসে অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: কিছুক্ষণেই দামাল বৃষ্টি! ভয়ঙ্কর অবস্থা হবে এই ৬ জেলায়, সাবধান করে দিল আবহাওয়ার অফিস
কী বলছেন স্থানীয় লোকজন? স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, সোনার দোকানে যেমন ক্রেতা আসে তেমনই একজন এসেছিল। তারপর হঠাৎ শুনি গুলির আওয়াজ। গুলির আওয়াজ শুনেই আমার নিজের দোকান ছেড়ে গিয়ে দেখি এক যুবক ওই দোকানদারকে গুলি করেছে। হাতে পিস্তল ছিল। আমি তাড়া করতেই দৌড়ে পালিয়ে গেল। তারপর আমার আর মাথায় ছিল না। আহত ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম।