দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের পানশালায় বন্দুকবাজদের হামলা! প্রাণ হারালেন ১৪ জন

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের (Johannesburg) একটি বারে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। এই হামলায় ১৪ জন মারা গেছেন, এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, জোহানেসবার্গের সোয়েটো টাউনশিপের একটি বারে বন্দুকবাজের হামলা হয়েছে।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। একদল লোক একটি মিনিবাস ট্যাক্সিতে এসে বারের গার্ডদের ওপর গুলি চালায়।

গাউতেং ​​প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওয়েলার মতে, ঘটনাস্থল থেকে যে সংখ্যক কার্তুজ পাওয়া গিয়েছে তা দেখা বোঝা যাচ্ছে যে, একাধিক ব্যক্তি গুলি চালানোর এই ঘটনার সঙ্গে জড়িত।

Koushik Dutta

সম্পর্কিত খবর