দলবদলের জের! TMC নেতার বাড়ির সামনে চলল এলোপাথাড়ি গুলি। গায়ে কাঁটা দেবে CCTV ফুটেজ

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রীতিমতো উত্তপ্ত বাংলার মাটি। নিয়ত প্রকাশ্যে আসছে একের পর এক সংঘর্ষের ঘটনা। সেই ধারাই বজায় রেখে এবার এলোপাথাড়ি গুলি চলল হাওড়ার (Howrah) নাজিরগঞ্জে। হাতে বন্দুক নিয়ে চলল দুষ্কৃতী তান্ডব। সমস্ত ঘটনাই দলবদলের ফল। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে হামলার সময়কার ভয়ঙ্কর ছবি।

কী জানা যাচ্ছে? স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় শাসকদলের মহিলা যুব সভাপতির বাড়িতে হঠাৎ হানা দেন বেশ কয়েকজন যুবক। তাদের কাছে মজুত ছিল আগ্নেয়াস্ত্র। হাতে বন্দুক। এরপর দেখা যায়, দুষ্কৃতীদের মধ্যে রয়েছে দলেরই প্রাক্তন নেতা (Former TMC Leader) গুড্ডু খান। এরপরেই প্রাক্তন তৃণমূল নেতা বাড়ির গেটে লাথি মারতে শুরু করেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজে দেখা যায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে বাড়ির লোকজনকেও মারধর করে দুষ্কৃতীরা।

সূত্রের খবর, লিচুবাগানের ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী অভিযুক্ত গুড্ডু খান। তবে দুবছর আগে তিঁনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই এলাকায় তাঁর দাপট বেশ কিছুটা কমে। অন্যদিকে, শনিবারের এই শিউরে ওঠা ঘটনায় গুড্ডু খানের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে কেন এই হামলা? জানা যাচ্ছে, ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পুনরায় শাসকদলে ফিরে আসতে চান অভিযুক্ত গুড্ডু খান। তবে তাঁদের ফেরার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল
ওই মহিলা যুব সভাপতি ও তাঁর পরিবার। সেই কারণেই ক্ষোভে হামলা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে পুরো বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আক্রান্ত পরিবারের এক সদস্যের অভিযোগ, “আমাদের উদ্দেশ্যে গালি দিচ্ছিল। বন্দুক হাতে তাড়া করছিল। আমি দৌড়ে ঘরে ঢুকে যাই। তখনই লক্ষ্য করে গুলি চালায়। ঘরে ঢুকে যাওয়ায় গেটে লাথি মারে। আমরা কয়েকজন ছিলাম, দু-তিন জন ঢুকে গিয়েছিলাম ঘরে, গেট বন্ধ করে দিই। একবার বাইরে পড়ে যায়। তাঁকে বেধড়ক মারধর করে ওরা। এলাকার অনেকের বাড়িতে ঢুকে ওরা হামলা চালায়। মেয়েদেরকেও বাজেভাবে মারধর করে।” অন্যদিকে ভয়ঙ্কর এই হামলার ঘটনায় রীতিমতো ভয়ে কাঁটা এলাকাবাসী।

shootout

উল্লেখ্য, এখানেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা ওয়াইজুর খান। গুলি করে খুন করা হয়েছিল তাঁকে। আর তাঁরই পরিবারের ওপর এদিন আক্রমণ করেন গুড্ডু খান। লাগাতার শাসকদলের নেতার পরিবারের ওপর আক্রমণের ঘটনায় নতুন করে ফের আতঙ্কে ভুগছে গোটা পরিবার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর