OMG! 5G অতীত, এবার আসছে 6G! তৈরি হয়ে গেল বিশ্বের প্রথম 6G ডিভাইস

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে আলোর গতিবেগে উন্নতি ঘটছে প্রযুক্তির। নিত্যদিন আবিষ্কার হচ্ছে আধুনিক ডিভাইস। বর্তমানে বিজ্ঞানের আশীর্বাদে আজকাল সবার হাতেই রয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের দুনিয়ায় ৮ থেকে ৮০ সবার অবাধ বিচরণ। কথা বলা থেকে শুরু করে অফিসের কাজ, সোশ্যাল মিডিয়া থেকে ছবি তোলা, সবকিছুই সম্ভব হচ্ছে স্মার্টফোনের দৌলতে।

প্রথম তৈরি হল 6G ডিভাইস

প্রযুক্তি যত এগোচ্ছে ততই গতিবেগ বাড়ছে ইন্টারনেটের। কিছুদিন আগেই ভারতের বাজারে 5G পরিষেবা চালু করে কয়েকটি টেলিকম অপারেটর। তবে এবার জাপান বিশ্বের প্রথম ৬জি ডিভাইস তৈরি করে সবাইকে চমকে দিল। আর হয়ত বেশি দিন লাগবে না এই পরিষেবা চালু হতে। 5G যুগ পেরিয়ে আমরা পা রাখব নতুন যুগে। জাপানের ৪টি টেলিকম সংস্থা Docomo, NTT কর্পোরেশন, NEC কর্পোরেশন এবং Fujitsu একত্রে তৈরি করে ফেলেছে এই ডিভাইসটি।

আরোও পড়ুন : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয় দিয়ে শুরু করল পাকিস্তান! ভারতকে পরাজিত করল ৪৪ রানে

ডিভাইস নির্মাণকারী সংস্থাগুলির দাবি, 5G-এর তুলনায় ২০ গুণ বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করতে সক্ষম ৬জি নেটওয়ার্ক। ২০২১ সালে 6G ডিভাইস তৈরির পরিকল্পনা নেয় Docomo, NTT কর্পোরেশন, NEC কর্পোরেশন এবং Fujitsu। এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই ছিল বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি। অবশেষে দীর্ঘ গবেষণার পর এই চার সংস্থা মিলে তৈরি করে ফেলেছে বিশ্বের প্রথম 6G নেটওয়ার্ক সমর্থিত ডিভাইস।

MicrosoftTeams image 34

সংস্থাগুলির দাবি, 100 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ব্যান্ডে 100 মিটার দূরত্বের মধ্যে হাই স্পিড 100 জিবিপিএস ট্রান্সমিশন স্পর্শ করতে সক্ষম হয়েছে তারা। এই নেটওয়ার্ক বাজারজাতকরণের ক্ষেত্রে রয়েছে কিছু সমস্যা। সেই সমস্যা দূরীকরণে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সংস্থাগুলি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই হয়ত জাপানে শুরু হতে পারে 6G পরিষেবা। তারপর ভারতেও বহু প্রতীক্ষিত 6G নেটওয়ার্ক চালু হয়ে যাবে আম আদমির জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর