শিয়ালদহ ডিভিশনে মহিলা যাত্রীদের নিয়ে ছুটবে AC ট্রেন, নূন্যতম ভাড়া ২৫ টাকা? প্রকাশ্যে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে চালু হতে চলেছে শিয়ালদা (Sealdah) ডিভিশনের লোকাল ট্রেনে এসি কামরা (Local Train AC)। সদ্যই বিবৃতি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে। এইদিন পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, আজ রবিবার অর্থাৎ ২৮ জানুয়ারি থেকেই প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখানো হবে। সেই সাথে খবর, এই প্রথম শ্রেণির কামরাটি যুক্ত করা হবে মাতৃভূমি লোকালে (Matribhumi Local)।

পূর্বরেল সূত্রে খবর, রানাঘাট থেকে প্রথম শ্রেণির কামরা থাকা মাতৃভূমি লোকাল চালু হবে রবিবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ। এই লোকালটির সূচনা করবেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। এই প্রথম শ্রেণির কামরাটি যুক্ত করা হবে রানাঘাট-শিয়ালদা শাখার মাতৃভূমি লোকালে।

যদিও ঠিক কোন মাতৃভূমি লোকালে এই কামরা যুক্ত হচ্ছে সেই খবর এখনও মেলেনি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আপাতত রানাঘাট-শিয়ালদা শাখার দুটি মাতৃভূমি লোকালে প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। যদিও এই প্রসঙ্গে পূর্ব রেলের তরফে সরকারিভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন : জোটের আগেই ঘোঁট! ভেঙে গেল I.N.D.I.A! বিজেপিকে নিয়েই ফিরছি, পদত্যাগ করে ঘোষণা নীতীশের

এখন প্রশ্ন হল, এই নয়া লোকাল চালু হলে আম জনতা ঠিক কী কী সুযোগ সুবিধা পাবে? শোনা যাচ্ছে, বসার আসন বদলানো হবে এই ট্রেনে। গদি দেওয়া হচ্ছে এই প্রথম শ্রেণির কামরায়। আঁকা থাকবে নানা ধরণের ছবি। উন্নত নান্দনিকতা থাকবে, যা সকলের ট্রেনে ভ্রমণের আনন্দকে কয়েক গুণ বুস্ট আপ করে দেবে। ভাড়ার কথা বললে, প্রথম শ্রেণির কামরার তুলনায় দ্বিতীয় শ্রেণির কামরার ভাড়ার পরিমাণ বাড়বে বলেই ধারণা।

আরও পড়ুন : বড় চাল নীতীশের, এবার রাজ্যপালের কাছে চাইলেন সময়! আজই করতে পারেন পদত্যাগ

fb img 1706431277832

যদিও ভাড়া প্রসঙ্গে পূর্ব রেলের তরফ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি জারি করা হয়নি। তবে গত নভেম্বরে যে ভাড়ার তালিকা দেওয়া হয়েছিল তাতে শিয়ালদা থেকে কল্যাণী রুটের ভাড়া নির্ধারিত করা হয়েছিল ৯০ টাকা। তবে রানাঘাট-শিয়ালদার দূরত্ব বেশি হওয়ায় এই রুটের ভাড়া খানিকটা বাড়বে বলেই আন্দাজ করেছে বিশেষজ্ঞরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর