তৈরি হল নজির! CISF-এ প্রথমবার মহিলা ব্যাটেলিয়ন, নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : নতুন ইতিহাস লেখা হতে চলেছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রথম বার তৈরি হতে চলেছে CISF (Central Industrial Security Force) এর সর্ব মহিলা ব্যাটেলিয়ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অনুমোদন মিলেছে এ ব্যাপারে। এই নতুন সর্ব মহিলা ব্যাটেলিয়ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে নিয়োজিত করতে পারবে। এতে মহিলাদের ক্ষমতায়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে বলেই মনে করা হচ্ছে।

CISF (Central Industrial Security Force) এ প্রথম বার সর্ব মহিলা ব্যাটেলিয়ন

৫৩ তম CISF দিবস এর অনুষ্ঠানে প্রথম এই ব্যাটেলিয়ন (Central Industrial Security Force) তৈরির প্রস্তাব দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ অনুসারে বাহিনীতে প্রথম সর্ব মহিলা ব্যাটেলিয়ন তৈরি শুরু হয়। এই সর্ব মহিলা ব্যাটেলিয়ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তার কাজে যুক্ত হতে পারবে। বাহিনীতে এমন উদ্যোগ এই প্রথম এবং ঐতিহাসিক।

First ever all women reserve battalion in central industrial security force

ব্যাটেলিয়নের জন্য তৈরি হবে বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি: যেমনটা জানা যাচ্ছে, এই নতুন সর্ব মহিলা ব্যাটেলিয়নের জন্য এক বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা হবে। CISF (Central Industrial Security Force) এর প্রধান যে নিরাপত্তার কাজগুলি যেমন ভিআইপিদের সুরক্ষা, বিমানবন্দর এবং রেলের নিরাপত্তার দায়িত্ব যাতে এই ব্যাটেলিয়ন সুষ্ঠু ভাবে পালন করতে পারে তার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ।

আরো পড়ুন : জি২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাবেন মোদী! সফরসূচিতে রয়েছে এই দেশগুলিও

প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে বিশেষ কিছু বিষয়ে: এছাড়াও প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে আধুনিক অস্ত্রচালনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বোমা নিষ্ক্রিয় করা থেকে আত্মরক্ষার কৌশলও শেখানো হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়গুলির উপরে জোর দেওয়া হবে প্রশিক্ষণের সময়।

আরো পড়ুন : প্রথম স্ত্রীর সঙ্গে এখনও রয়েছে সম্পর্ক, ‘আমিরের সঙ্গে ডিভোর্সটা খুশির’, এমন কেন বললেন কিরণ!

CISF (Central Industrial Security Force) এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক বর্মা একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, এই নতুন সর্ব মহিলা ব্যাটেলিয়নের জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি প্রশিক্ষণ এবং ব্যাটেলিয়নের সদর দফতর নির্বাচনের বিষয়ে প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর