বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিভিন্ন দেশ ভারতের পাশে এসে বন্ধুর মত দাঁড়িয়েছে, যার মধ্যে আমেরিকাও (america) বর্তমানে ভারতের পাশে রয়েছে। প্রথম পর্বে কিছু সমস্যা থাকলেও, পরবর্তীতে ভারতকে সাহায্য করতে সম্পূর্ণভাবে এগিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন পর্বে আশ্বাসও দিয়েছেন পাশে থাকার। বিডেনের সেই কথা মতই বুধবার রাতেই আমেরিকা থেকে প্রয়োজনীয় উপাদান ভর্তি বিমান রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। আমেরিকা থেকে ভারতে আসছে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের করোনা মোকাবিলা সামগ্রী।
COVID-19 crisis: US to deliver medical supplies worth over USD 100 million to India
Read @ANI story | https://t.co/os3QHuHaTd pic.twitter.com/3TXs7sqb8P
— ANI Digital (@ani_digital) April 29, 2021
গতবছর যখন করোনার প্রথম ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল আমেরিকা, সেইসময় বন্ধুর মতই পাশে দাঁড়িয়েছিল ভারত। এবার ঋণ শোধ করার পালা সুদূর আমেরিকার। ইতিমধ্যেই পৃথিবীর বৃহত্তম মার্কিন ট্র্যাভিস বায়ু সেনা বেস থেকে চিকিৎসা সামগ্রী ভর্তি প্রথম বিমান রওনা দিয়ে দিয়েছে ভারতের উদ্দেশ্যে।
USAID সূত্রের খবর, ৪৪০টি অক্সিজেন সিলিন্ডার ও রেগুলেটর দিয়েছে ক্যালিফোর্নিয়া। ৯ লক্ষ ৬০ হাজার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট পাঠাচ্ছে USAID। সেইসঙ্গে পাঠাচ্ছে প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য ১ লক্ষ N-95 মাস্ক। আমেরিকা থেকে আসছে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, যা ৩২০ জন স্বাস্থ্যকর্মী ব্যবহার করতে পারবেন।
Thanks to US Transport Command, Defence Logistics… for hustling to prepare critical USAID medical supplies for shipping. We’re committed to use every resource at our disposal, within our authority, to support India’s frontline healthcare workers: US Defence Secretary pic.twitter.com/ZA58X1WRcj
— ANI (@ANI) April 29, 2021
ভারতের সংকটের দিনে পৃথিবীর বৃহত্তম মার্কিন ট্র্যাভিস বায়ু সেনা বেস থেকেই প্রথম বিমান রওনা দিয়েছে ভারতের উদ্দেশ্যে। এবিষয়ে মার্কিন ট্র্যাভিস বায়ু সেনা বেসকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। তিনি জানান, ‘USAID-র থেকে প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য ভারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভারতের এই কঠিন সময়ে প্রথম সারির স্বাস্থ্যসেবা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা’।