বাংলাহান্ট ডেস্ক : ভারত পাক সংঘর্ষের মাঝেই স্বাধীনতার দাবিতে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান (Balochistan)। বালোচিস্তান লিবারেশন আর্মির দাপটে অনেক জায়গায় বেকায়দায় পড়েছে পাক সেনা। এর মাঝেই রাজনৈতিক ক্ষেত্রে নতুন নজির গড়ল বালোচিস্তান। প্রাদেশিক সরকারের সহকারী কমিশনার পদের দায়িত্ব নিলেন হিন্দু ধর্মাবলম্বী কাশিশ চৌধুরী, যা কিনা বালোচিস্তান (Balochistan) তথা পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম।
বালোচিস্তান (Balochistan) প্রশাসনে বড় দায়িত্ব পেলেন কাশিশ চৌধুরী
বালোচিস্তানের চাগাই জেলার প্রত্যন্ত শহর নোশকির মেয়ে কাশিশ। বালোচিস্তান (Balochistan) পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সাড়া ফেলে দিয়েছেন তিনি। কিছুদিন আগেই বালোচ বিদ্রোহীদের সঙ্গে পাক সেনা এবং আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা। তার মাঝেই সোমবার কোয়েটায় গিয়ে বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে সাক্ষাৎ করেন কাশিশ।
কী জানালেন কাশিশ: পাকিস্তানি প্রশাসনে যেখানে মহিলাদের উপস্থিতিই বড় বিষয়, সেখানে প্রথম হিন্দু মহিলা সহকারী কমিশনার হয়ে সর্বত্র শোরগোল ফেলে দিয়েছেন কাশিশ চৌধুরী। প্রশাসনে পুরুষদের আধিক্যের মাঝে মহিলাদের সংখ্যা খুবই কম। তার মধ্যে আবার হিন্দু মহিলারা আরোই ব্রাত্য। পদের দায়িত্ব গ্রহণ করে কাশিশ বলেন, নারী এবং সংখ্যালঘুদের ক্ষমতায়নের জন্য কাজ করার চেষ্টা করবেন তিনি।
আরো পড়ুন : দলের কাজে লাগবে বলে দখল ফ্ল্যাট, সেখানেই বিষ্ফোরণ! টিটাগড় কাণ্ডে অবশেষে গ্রেফতার TMC কাউন্সিলর আরমান মণ্ডল
মহিলাদের সংখ্যা কম প্রশাসনিক পদে: পরিসংখ্যান বলছে, পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে প্রায় ৮০ শতাংশই সিন্ধু প্রদেশের (Balochistan) বাসিন্দা। প্রশাসনিক ক্ষেত্রে তাঁদের অবদান লক্ষ্য করলে উঠে আসে কয়েকজনের নাম। ২০২২ সালে সিন্ধুর রাজধানী করাচিতে প্রথম হিন্দু মহিলা পুলিশ সুপারিনটেনডেন্ট হিসেবে যুক্ত হন মানেশ রোপেতা।
তার আগে সিন্ধু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হন হিন্দু মহিলা পুষ্পকুমারী কোহলি। বর্তমানে করাচি পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন তিনি। আবার ২০১৯ সালে ওই প্রদেশেরই শাহদাদকোটে প্রথম হিন্দু মহিলা বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুমনপবন বোদানী।