বিশ্বের সব কুইজের উত্তর যেন তিনি জানেন! দেশের প্রথম মাস্টারমাইন্ড এই বাঙালি শিক্ষিকা, নাম কী?

বাংলাহান্ট ডেস্ক : দ্বৈতা দত্ত, প্রত্যেকটি কুইজের (Quiz) উত্তর যেন তাঁর ঠোঁটের ডগায়! প্লাস্টিক সার্জারির জনকের নাম থেকে শুরু করে ১৯৯১ সালের লং জাম্পের সর্বকালীন রেকর্ড কে ভেঙে ছিলেন? সবটাই তিনি জানেন! উত্তরগুলি দেওয়ার জন্য এক সেকেন্ডও ভাবতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন গোল ফ্রেমের চশমা আর সবুজ শাড়ি পরা এই মহিলা। দ্বৈতা দত্তর ক্যুইজের ক্লিপিংস এখন ভাইরাস সোশ্যাল মিডিয়ায়। অনেকের মনেই কৌতুহল, কে এই দ্বৈতা দত্ত?

অসমের বাঙালি কন্যা দ্বৈতা দত্ত এখন কর্মসূত্রে থাকেন দেরাদুনে। তবে জন্ম অসম হলেও কলকাতায় বড় হয়েছেন তিনি। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইতিহাসে তাঁর বাবাও ছিলেন পারদর্শী। ছোটবেলা থেকেই কঠিন কঠিন প্রশ্নের উত্তর ঠোঁটের ডগায় বন্দি করে রাখতেন তিনি। স্কুলের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রচুর প্রাইজ পেয়েছেন। বর্তমানে দ্বৈতা দত্ত দেরাদুনের একটি স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে চাকরি করছেন। ১৯৯৮ সালে প্রথম মাস্টারমাইন্ড চ্যাম্পিয়ন হন দ্বৈতা দত্ত। ফাইনাল রাউন্ডে তাঁর একের পর এক উত্তর দেখে ক্যুইজমাস্টার এবং বিচারকেরা তো অবাক!

আরোও পড়ুন : এ তো দুর্নীতির পাহাড়! শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে গিয়ে ইডি যা বললো…

জীবনের কিছুটা সময় ইংল্যান্ডে কাটিয়েছিলেন দ্বৈতা। সেখানে তাঁর ভীষণ প্রিয় ছিল BBC মাস্টারমাইন্ড প্রতিযোগীতা। কিন্তু তিনি কখনো নিজে ভাবেননি, বিবিসি মাষ্টার্ড মাইন্ড প্রতিযোগিতা কোনদিন ভারতেও শুরু হতে পারে। সেই প্রতিযোগিতার প্রথম সিজনের চ্যাম্পিয়ন দ্বৈতা। BBC মাস্টারামাইন্ডের পক্ষ থেকে বাছাই পর্বে যোগ দেওয়ার জন্য ফোন করা হয় দ্বৈতাকে। কলকাতায় ছিল বাছাই পর্ব। কিন্তু সেই দিনই তাকে জরুরি কাজে দেশের বাইরে যেতে হয়। তাই দ্বৈতাকে ফ্যাক্স করে প্রশ্ন পাঠানো হয়। প্রশ্নের জবাব ফ্যাক্স করেই BBC মাস্টারমাইন্ড কর্তৃপক্ষকে পাঠান তিনি।

আরোও পড়ুন : এবার হু হু করে নামবে তেলের দাম! মাস্টারস্ট্রোক আম্বানির, চুক্তি করলেন আমেরিকার ‘শত্রু’র সাথেই

দ্বৈতা দত্ত জানান,”আমি ভেবেছিলাম, সব প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি। কিন্তু, বিষয়টি আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল।” কয়েকদিন পরে শোয়ে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হওয়ার খবর পান তিনি। বাছাই পর্বে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন এই বাঙালি শিক্ষিকা। ১৯০০-১৯৯০ সালের এভারেস্ট অভিযান, সুভাষ চন্দ্র বসু এবং ভারতীয় সেনার মতো বিষয়গুলিকে দ্বৈতা বেছে নিয়েছিলেন মাস্টারমাইন্ড প্রতিযোগিতার প্রস্তুতির জন্য। কিন্তু BBC মাস্টারমাইন্ড প্রতিযোগিতায় তিনি যে চ্যাম্পিয়ন হবেন সেটা স্বপ্নেও ভাবেননি।

এখন দেরাদুন থেকে অসমে ফিরে গিয়েছেন দ্বৈতা দত্ত। বালিপাড়ায় অসম ভ্যালি স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে চাকরি করছেন। ২০০৩ সালে কেন্দ্রীয় সরকার শিক্ষকদের জাতীয় পুরস্কারে সম্মানিত করেন তাঁকে। তাঁর হাতে জাতীয় পুরস্কার তুলে দেন তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। জেমস এডুকেশন ফাউন্ডেশন ২০০৪ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয় দ্বৈতা দত্তকে। কৌন বনেগা ক্রোরপতিতেও অংশ নেন তিনি। সেখানেই কুইজের প্রতি তাঁর দক্ষতা দেখে মুগ্ধ হন অমিতাভ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর