বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়েলসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করে ইতিহাস সৃষ্টি করলেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন ইতিহাস। রাজস্থান রয়েলসের বিরুদ্ধে 47 বলে 72 রানের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে আইপিএলে 6000 রান পূর্ন করে ফেললেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে 6 হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি।
আইপিএলে রানের বিচারে বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তবে সুরেশ রায়না বিরাট কোহলির থেকে অনেক পেছনে রয়েছেন। রায়নার রান সংখ্যা 5448।
রাজস্থানের বোলার ক্রিস মরিসের বলে একটি সুন্দর বাউন্ডারি মেরে নিজের ছয় হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি। 6000 রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে মেয়েকে কোলে নিয়ে দোল খাওয়ানোর ভঙ্গিমায় এক দুর্দান্ত সেলিব্রেশন করেন আরসিবি অধিনায়ক।
https://twitter.com/RCBTweets/status/1385284468974391298?s=20
ওয়াংখেড়েতে বৃহস্পতিবার রেকর্ডের ছড়াছড়ি। আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিকে যেমন 6 হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি তেমনি আইপিএলে প্রথম সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন আরসিবির অপর ওপেনার দেবদত্ত পাডিক্কল। সেইসঙ্গে রাজস্থান রয়েলস কে 10 উইকেট হারিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল বিরাট বাহিনী।