পর্যটকদের জন্য সুখবর! তৈরি হচ্ছে বাংলার প্রথম লুপ সেতু, সহজেই পৌঁছনো যাবে সিকিম

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ির ডুয়ার্সের বাগরাকোটে (Bagrakote)। এই লুপ সেতু (Loop Bridge) আগামী দিনে পশ্চিমবঙ্গ ও সিকিমকে যুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ইতিমধ্যেই লুপ সেতুর নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে পুরোদমে।

পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম লুপ সেতু

তবে সেতু পুরোপুরি ভাবে নির্মাণ হওয়ার আগেই সেখানে ভিড় জমেছে উৎসাহী মানুষজনের। বাগরাকোটের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই আসছেন এই সেতু পরিদর্শনে। তুলছেন ছবি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে বাংলার প্রথম লুপ সেতু। লুপ সেতু থেকে দেখা মিলবে অপরূপ প্রাকৃতিক শোভার।

First loop bridge in West Bengal

চোখ ঘোরালেই নজরে আসবে পাহাড়ি নদীর মায়াবী দৃশ্য। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে আগামী দিনে অনেকেই ভিড় জমাবেন লুপ সেতুতে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে সিকিম যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে নির্মীয়মাণ এই লুপ সেতু।

আরোও পড়ুন : শিক্ষায় বিরাট সাফল্য! এক নম্বরে বাংলা, সব রাজ্যকে ছাপিয়ে দুর্দান্ত রেকর্ড পশ্চিমবঙ্গের

মাঝেমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম যাওয়ার প্রধান রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে। অত্যাধিক বৃষ্টির কারণে ধস নামে পাহাড়ে। তখন ঘুরপথে গরুবাথান হয়ে কালিম্পং দিয়ে সিকিম (Sikkim) পৌঁছাতে হলে লেগে যায় অতিরিক্ত কয়েক ঘন্টা সময়।

First loop bridge in West Bengal

তাই বিকল্প রাস্তার ভাবনাচিন্তা শুরু হলে ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয় লুপ সেতুর। বাগরাকোটের চার-পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের গা দিয়ে পিলার বসিয়ে তৈরি করা হচ্ছে লুপ সেতু। এই সেতুর থাকতে চলেছে দুটি ভাগ। যত দ্রুত সম্ভব জনসাধারণের জন্য লুপ সেতু যাতে খুলে দেওয়া যায় সেই দিকেই নজর রয়েছে প্রশাসনের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর