প্রথম দফায় ৩০ আসনে ভোট, দেখুন জেলা আর আসন ভিত্তিক কোথায় কোথায় এগিয়ে তৃণমূল আর বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার প্রচার পর্ব শেষ হল আজ। এবার ভোটাররা ঠিক করবেন তাঁরা কাকে ভোট দেবেন, আর কাকে না। প্রথম দফায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি আসনে নির্বাচন হবে। এক নজরে দেখে নিন উনিশের লোকসভা নির্বাচনে এই আসন গুলোতে তৃণমূল-বিজেপি কোন দল এগিয়ে? গত লোকসভা নির্বাচনে কোন দল এই ৩০টি আসনে কত ভোট পেয়েছিল?

bjp tmc 1

পূর্ব মেদিনীপুরের যেই সাতটি আসনে প্রথম দফায় ভোট হবে, সেই আসন গুলোর মধ্যে উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কত ভোট পেয়েছিল দেখে নিন … পটাশপুরঃ বিজেপি ৮৪ হাজার ৬৯৩, তৃণমূল ৯৯ হাজার ৪৮। কাঁথি উত্তরঃ বিজেপি ৯১ হাজার ৯৫৯, তৃণমূল ১ লক্ষ ৫ হাজার ৩৩। কাঁথি দক্ষিণঃ বিজেপি ৭৪ হাজার ৭৭৭, তৃণমূল ৯৩ হাজার ৭৯২। ভগবানপুরঃ বিজেপি ৭৯ হাজার ৮০৬, তৃণমূল ১ লক্ষ ১৭ হাজার ৭৯৭। খেজুরিঃ বিজেপি ৯০ হাজার ৯৫৩, তৃণমূল ৯৫ হাজার ৫০৬। রামনগরঃ বিজেপি ৯২ হাজার ৩১৮, তৃণমূল ১ লক্ষ ৮৪। এগরাঃ বিজেপি ১ লক্ষ ৯ হাজার ৫০৯, তৃণমূল ১ লক্ষ ৮১৫।

tmc flags

পশ্চিম মেদিনীপুরের যেই ছয়টি আসনে প্রথম দফায় ভোট হবে, সেই আসন গুলোর মধ্যে উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কত ভোট পেয়েছিল দেখে নিন … দাঁতনঃ তৃণমূল ৮৫ হাজার ৭২৪, বিজেপি ৯২ হাজার ৪১৩। কেশিয়ারিঃ তৃণমূল ৮৯ হাজার ১৫৮, বিজেপি ১ লক্ষ ৩২। গড়বেতাঃ তৃণমূল ৮৪ হাজার ৫১৭, বিজেপি ৯১ হাজার ৩২৮। শালবনীঃ তৃণমূল ১ লক্ষ ১২ হাজার ৪১৩, বিজেপি ১ লক্ষ ৩ হাজার ৭০৬। খড়গপুরঃ তৃণমূল ৮৯ হাজার ৬৭৭, বিজেপি ৮০ হাজার ২১০। মেদিনীপুরঃ তৃণমূল ৯৩ হাজার ৭১১, বিজেপি ১ লক্ষ ১০ হাজার ৩৭২।

BJP Flag 5

পুরুলিয়ার যেই ৯টি আসনে প্রথম দফায় ভোট হবে, সেই আসন গুলোর মধ্যে উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কত ভোট পেয়েছিল দেখে নিন … বান্দোয়ানঃ তৃণমূল ৯৫ হাজার ০৫৯, বিজেপি ৯৮ হাজার ০৩৯, বলরামপুরঃ তৃণমূল ৬৪ হাজার ৯৫০, বিজেপি ১ লক্ষ ৪১৯। বাগমুণ্ডিঃ তৃণমূল ৪৭ হাজার ৬০৪, বিজেপি ১ লক্ষ ৩১২। জয়পুরঃ তৃণমূল ৫৬ হাজার ৩৪৩, বিজেপি ৮৮ হাজার ০৮৭। পুরুলিয়াঃ তৃণমূল ৬৬ হাজার ২৫২, বিজেপি ১ লক্ষ ২ হাজার ৭৪৯। মানবাজারঃ তৃণমূল ৯৩ হাজার ৮৯৭, বিজেপি ৮৩ হাজার ৩১৪। কাশীপুরঃ তৃণমূল ৭৪ হাজার ৯২৫, বিজেপি ৯১ হাজার ৭৯। পারাঃ তৃণমূল ৫৮ হাজার ৮১৪, বিজেপি ১ লক্ষ ৫৬। রঘুনাথপুরঃ তৃণমূল ৬৭ হাজার ১৯৯, বিজেপি ১ লক্ষ ৯ হাজার ৮৩২।

BJP flag 3

ঝাড়গ্রামের যেই ৪টি আসনে প্রথম দফায় ভোট হবে, সেই আসন গুলোর মধ্যে উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কত ভোট পেয়েছিল দেখে নিন … ঝাড়গ্রামঃ তৃণমূল ৮২ হাজার ১৬৯, বিজেপি ৮৩ হাজার ১৮২। নয়াগ্রামঃ তৃণমূল ৮০ হাজার ৯৭৮, বিজেপি ৮৪ হাজার ৩১৬। গোপীবল্লভপুরঃ তৃণমূল ৮২ হাজার ২০৫, বিজেপি ৮৯ হাজার ৩৪। বিনপুরঃ তৃণমূল ৭৬ হাজার ১৯৭, বিজেপি ৭৩ হাজার ১৩৮।

bjp flag salil bera

বাঁকুড়ার যেই ৪টি আসনে প্রথম দফায় ভোট হবে, সেই আসন গুলোর মধ্যে উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল-বিজেপি কত ভোট পেয়েছিল দেখে নিন … শালতোড়াঃ তৃণমূল ৭৪ হাজার ১৭, বিজেপি ৮৯ হাজার ৭৩। ছাতনাঃ তৃণমূল ৬৪ হাজার ৪৭৯, বিজেপি ৯৫ হাজার ৬৬১। রানীবাঁধঃ তৃণমূল ৭৮ হাজার ১৪২, বিজেপি ৯৩ হাজার ৯৫৬। রায়পুরঃ তৃণমূল ৮০ হাজার ৪২৩, বিজেপি ৮৩ হাজার ৭৭৪।

BJP's big success: 98 leftist members enlist in bjp in Kerala

প্রথম দফার ৩০ টি আসনের মধ্যে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি ২০টি আসনে এগিয়েছিল, আর শাসক দল তৃণমূল ১০টি আসনে এগিয়েছিল। এই পরিসংখ্যান দেখে এটা স্পষ্ট যে বিজেপি প্রথম দফায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বেশীরভাগ আসনে জয় হওয়ার লক্ষ্য রেখেছে। আরেকদিকে, তৃণমূল এই জেলা গুলোয় আবারও জমি ফিরে পাওয়ার আশায় রয়েছে। এখন ২মে জানা যাবে কার ভাগের শিকে ছেঁড়ে। বলে রাখি, এই ৩০টি আসনে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা রাজনৈতিক দলগুলোর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে শুধু।


Koushik Dutta

সম্পর্কিত খবর