রোজভ্যালি কান্ডে প্রথম সাজা ঘোষণাঃ দোষ স্বীকার করায় ৭ বছরের কারাদন্ড ডিবেঞ্চার ম্যানেজারের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৪ সালের জুন মাসের রোজভ্যালি (rose valley) কান্ডের প্রথম সাজা ঘোষণা। ব্যাঙ্কশাল আদালতের রায়ে, ৭ বছরের কারাদন্ডে দণ্ডিত করা হল ডিবেঞ্চার ম্যানেজারকে। আদালতে দাঁড়িয়ে সর্বসমক্ষে নিজেই দোষ স্বীকার করে নিয়েছেন ডিবেঞ্চার ম্যানেজার।

রোজভ্যালি কান্ডে ২০১৫ সালের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছিল তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ। পরবর্তীতে ইডির হাত থেকে সিবিআই আধিকারিকদের হাতে চলে যায়। কিন্তু পরে তদন্ত করতে গিয়ে জানা যায়, উধাও হয়ে গিয়েছে গৌতম কুণ্ডুর মোবাইল ফোন ও ল্যাপটপ। এই বিষয়ের উপর এখন জিজ্ঞাসাদ চলছে।

তবে এরই মধ্যে ব্যাঙ্কশাল কোর্টে দাঁড়িয়ে  ম্যাজিস্ট্রেটের সামনেই রোজভ্যালি কান্ডে গোটা ঘটনায় আর্থিক তছরুপে যোগসাজশের কথা স্বীকার করে নিলেন ডিবেঞ্চার ম্যানেজার। রোজভ্যালি কান্ডের প্রথম দিকে ধরপাকড়ের সময় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। নিজের সমস্ত দোষ স্বীকার করায় ৭ বছরের কারাদন্ডের সাজা শোনায় ব্যাঙ্কশাল আদালত।

সম্পর্কিত খবর

X