চরম বিপদ, আমেরিকায় ফের বন্ধ হল আরেকটি ব্যাঙ্ক! ধ্বংসের পথে মার্কিন অর্থনীতি

বাংলা হান্ট ডেস্ক : ক্রমেই তীব্র হচ্ছে অর্থনৈতিক মন্দা (Economic Crisis)। সংকটে পড়া যুক্তরাষ্ট্রের (US) ফার্স্ট রিপাবলিক ব্যাংক (First Republic Bank) কিনে নিচ্ছে জে পি মরগ্যান (J. P. Morgan) চেজ অ্যান্ড কোম্পানি। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, আর্থিক সংকটের কারণে ব্যাংকটি বাজেয়াপ্ত করা হয়েছে। নুয়ে পড়া এই ব্যাঙ্ক কিনতে চান জে পি মরগ্যান। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়ল।

তবে জানা যাচ্ছে, জে পি মরগ্যান ফার্স্ট রিপাবলিকের সবকিছু কিনবেন না। ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটি ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানত অধিগ্রহণ করতে চলেছে। ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর প্রায় ৩৬ শতাংশ কমে গেছে। সামগ্রিকভাবে এ বছর ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম কমেছে প্রায় ৯৭ শতাংশ। অন্যদিকে জে পি মরগ্যানের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

first republic bank

যেসব বড় ব্যাংক নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়েছিল সেগুলো হলো সিটিজেন ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, জে পি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানি। এ ছাড়া ইউএস ব্যাংকিং করপোরেশনকেও ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন দরপত্র জমা দেওয়ার আহ্বান জানায়।

আজ সোমবার সকালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন জানায়, ফার্স্ট রিপাবলিক ব্যাংকের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এ ছাড়া এফডিআইসি ব্যাংকটির রিসিভার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবে।

এর আগে ফার্স্ট রিপাবলিককে কীভাবে বাঁচানো যায়, তার রূপরেখা তৈরি করতে এফডিআইসি, রাজস্ব বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছিল। তবে তাতে লাভ কিছুই হয়নি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর