বছরের প্রথম তুষারপাত! সাদা বরফের চাদরে মুড়েছে লাচেন, আনন্দে আত্মহারা পর্যটকরা

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর থেকেই একেবারে নাকানি চোবানি খাওয়াচ্ছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় আভাস পেলেও কিছুতেই শীতের নাগাল পাচ্ছেন না বঙ্গবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গে বারবার তাল কাটছে শীতের। উত্তর ভারতে তৈরী একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে শীতের পথে। যার ফলে নতুন বছর শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গের মানুষ জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারছেন না।

সিকিমে বছরের প্রথম তুষারপাত (Snowfall)

সমতলে শীত পালাই-পালাই করলেও পাহাড়ের পর্যটকদের নিরাশ করল না সিকিম। পূর্বাভাসকে সত্যি করেই সিকিমের লাচেনে হল বছরের প্রথম তুষারপাত (Snowfall)। স্বচক্ষে এই দৃশ্য দেখে বেজায় খুশি পর্যটকরা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাট দাপটে সিকিমের এই ছোট্ট শহরে এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। আর তারপরেই দেখা মিলল বছরের প্রথম তুষারপাতের।

সাদা বরফে ঢেকে গিয়েছে উত্তর সিকিমের লাচেনের রাস্তাঘাট-গাছপালা। জানা যাচ্ছে মঙ্গলবার রাত থেকেই তুষারপাত শুরু হয়েছে সেখানে। যদিও তুষারপাত (Snowfall) এখানে নতুন বিষয় নয়। তবে এই শীতের মরশুমে এই দৃশ্য দেখে মন ভরে গিয়েছে পর্যটকদের। ফি বছর সিকিমের তুষারপাত দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা ভিড় জমান এখানে।

আরও পড়ুন: কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা! একধাক্কায় কত ডিগ্রি কমবে তাপমাত্রা? একনজরে আবহাওয়ার খবর

বছরের প্রথম তুষারপাত (Snowfall) শুরু হতেই সাদা বরফের চাদরে মুড়ে গিয়েছে সিকিমের লাচেন। কনকনে ঠান্ডার মধ্যেই সাদা বরফের বৃষ্টি চুটিয়ে উপভোগ করতে বেরিয়ে পড়েছেন পর্যটকরাও। তাই ঘুরতে বেরিয়ে মাঝ পথেই গাড়ি থামিয়ে দিচ্ছেন তাঁরা। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ করছেন ভিডিও। কেউ কেউ আবার বাড়িতে থাকা পরিজনদের সাথে ভিডিও কলে ভাগ করে নিচ্ছেন সেই সুন্দর মুহূর্ত।

Snow Fall

প্রচন্ড তুষারপাতের (Snowfall) কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় তৈরি হয়েছে কালো বরফ। যা সরাতে বেশ কিছুটা সময় লাগবে বলেই খবর পাওয়া যাচ্ছে। আগেই সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দপ্তর। সিকিমের এই তুষারপাতের প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়। সব ঠিক থাকলে তুষারপাত হতে পারে  দার্জিলিং, সুখিয়াপোখরি, মানেভঞ্জন ও সান্দাকফুর মতো এলাকায়।

জানা যাচ্ছে, এই কনকনে ঠান্ডার মধ্যেই বুধবার সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মত জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কোমর সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে আজ থেকে আগামী ১৩ জানুয়ারি অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর