কলকাতায় রাজ্য অফিস খুলল কেজরীবালের দল, প্রতিক্রিয়া দিলেন মদন মিত্র

বাংলাহান্ট ডেস্ক : ঘোষণা করা ছিল আগেই। সেই মতো মহালয়ার দিন সকালে কলকাতায় দলের প্রথম রাজ্য দফতরের উদ্বোধন করল আম আদমি পার্টি (AAP)। দিল্লি ভিত্তিক এই রাজনৈতিক দলের রাজ্য দফতর তৈরি হল রুবি মোড়ের কাছে হালতুতে। দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় বসু জানান, এরাজ্যে বিরোধী দলের জন্য একটা পার্টি অফিস জোগাড় করা অত সহজ নয়।

হালতুর ৩৩ হসপিটাল রোডে এদিন আম আদমি পার্টির রাজ্য দফতরের উদ্বোধন করেন সঞ্জয়বাবু। এদিন তিনি বলেন, ‘আমরা ১ বছর ধরেই পার্টি অফিস খোলার পরিকল্পনা করছিলাম। এতদিন আমরা এখানে ওখানে বসে পার্টির কাজ করছিলাম। আর পার্টি অফিস জোগাড় করাও তো মুখের কথা না। কোথাও সকালে কথা বলে এলে বিকেলে তৃণমূল নেতা – নেত্রীদের চাপে বাড়ির মালিক ভাড়া দিতে চাইত না। অবশেষে অনেক কষ্ট করে এটা পাওয়া গেছে। এবার দলটাকে আমরা সঙ্ঘবদ্ধ করতে পারব।’

এদিকে বাংলায় আপের পার্টি অফিস খোলাকে ‘হম আপকে হ্যায় কোন’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা মদন মিত্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে সুস্থ রাজনৈতিক আবহাওয়ার স্বার্থে সমস্ত রাজনৈতিক দলেরই গতিবিধি থাকা উচিত। যার যাকে পছন্দ তাকে ভোট দেবে। এই যে তোলামূল করতে হবে। নইলে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেব না। তৃণমূল মানুষের মাথা ফাটাবে আর পুলিস সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা বন্ধ করতে হবে।’

বিগত ১ বছর ধরে বাংলায় সক্রিয় রয়েছে আপ। বর্ধমান ও উত্তরবঙ্গের তাদের সমর্থনে পোস্টারও দেখা গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় পার্টি অফিসও খুলে ফেলেছে তারা। এবার খুলল রাজ্য দফতর। পঞ্চায়েত ভোটের আগে আপের বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলাতে পারে তার উপরেই নজর থাকবে সকলের।

Sudipto

সম্পর্কিত খবর