বাংলাহান্ট ডেস্ক: মহারাজ বিক্রমাদিত্য এবং বেতালের (Vikram Betal) গল্প কে না জানে? ‘বেতাল পঞ্চবিংশতি’র গল্প অনেকেই শুনে বা পড়ে বড় হয়েছেন। এই কিংবদন্তি গল্প নিয়ে এর আগে ছবিও হয়েছে। কিন্তু টেলিভিশনের পর্দায় এই গল্প কখনো উঠে আসেনি। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছে স্টার জলসা।
গত এক মাস ধরেই একের পর এক সিরিয়াল (Serial) এনে চলেছে স্টার জলসা। সেই সঙ্গে একাধিক সিরিয়ালও বন্ধ হয়ে গিয়েছে। সদ্য শেষ হয়ে গিয়েছে ‘খেলাঘর’। এবার তার জায়গায় শুরু হতে চলেছে ‘বিক্রম বেতাল’। সদ্য প্রকাশ্যে এসেছে নতুন সিরিয়ালের প্রথম প্রোমো। মহারাজ বিক্রমাদিত্যের চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে। অন্যদিকে বেতালের ভূমিকায় দেখা যেতে চলেছে প্রবীণ অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়কে।
সদ্য শেষ হওয়া ‘খেলাঘর’ সিরিয়ালেও দেখা গিয়েছিল শুভাশিষকে। এবারেও স্টার জলসাতেই নতুন সিরিয়ালে অভিনয় করছেন তিনি। পাশাপাশি জয়কেও অনেকদিন পর দেখা যেতে চলেছে কোনো সিরিয়ালে। প্রথম ঝলকেই বেশ চমক দিয়েছে নতুন সিরিয়ালটি।
নেটিজেনরাও খুশি নতুন সিরিয়াল পেয়ে। একজন লিখেছেন, ‘ছোটবেলার সেই গল্প ফিরছে টিভি তে। বইতে পড়া সেই গল্প’। অনেকে আবার পরামর্শও দিয়েছেন, ‘রাধাকৃষ্ণ’ সিরিয়ালটি রাত ১১ টার বদলে বিকেল পাঁচটায় দিতে পারত স্টার জলসা। বদলে বিক্রম বেতাল সিরিয়ালটি রাত ১১ টায় দেওয়া যেত।
https://www.instagram.com/p/Ch6wq10ovoL/?igshid=YmMyMTA2M2Y=
বেতাল পঞ্চবিংশতি গল্পের অনুকরণেই তৈরি হতে চলেছে সিরিয়ালটি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি বিকেল পাঁচটার স্লটে দেখা যাবে বিক্রম বেতাল। যদিও কতগুলি পর্বে সিরিয়ালটি তৈরি হবে তা জানা যায়নি। এর আগে একাধিক রূপকথা অবলম্বনে সিরিয়াল তৈরি হয়েছে বিভিন্ন চ্যানেলে।
গ্রাফিক্স নিয়ে অভিযোগ ছিল অধিকাংশ দর্শকদের। তবে বেতাল পঞ্চবিংশতিকে কীভাবে সিরিয়ালে রূপান্তরিত করবেন নির্মাতারা, দর্শকরাই বা কেমন ভাবে নেবেন সেটাই এখন দেখার।