বড়পর্দায় প্রথম অমিতাভ-ইমরানের জুটি, সাথে রয়েছে রহস্যের স্বাদ।মুক্তি পেল ফার্স্ট লুক

 

বাংলা হান্ট ডেস্ক: শুধু রোম্যান্সের ক্ষেত্রেই নয় বরং রহস্য-রোমাঞ্চ ছবির ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। ‘মার্ডার’, ‘জন্নত’ সিরিজ তো বটেই, এ ছাড়াও দর্শকদের উপহার দিয়েছেন ‘রাজ’ সিরিজ, ‘এক থি ডায়েন’-এর মতো হরর-থ্রিলার ছবিও। তিনি ইমরান হাসমি। বলিউডে দক্ষ অভিনেতাদের তালিকায় তাঁর নাম চির উজ্জ্বল ।তবে চলতি বছরের শুরুতে তার ছবি ‘হোয়াই চিট ইন্ডিয়া’ বক্স অফিসে বিশেষ ছাপ ফেলতে পারেনি। কিন্তু এ বার তিনি ফিরছেন নতুন একটি রহস্য-রোমাঞ্চময় ছবি নিয়ে। ছবির নাম ‘চেহরে’। সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। তার পরই প্রকাশ্যে এসেছে ইমরানের প্রথম লুক। নিজে ই
ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন তিনি।

 

তবে এই ছবিতে দর্শকদের জন্য রয়েছে বাড়তি পাওনা। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চনও। মে মাসে ছবির শুটিং শুরু হওয়ার সময়ই বিগ বি প্রকাশ করেছিলেন তাঁর প্রথম লুক ও শুটিং সেটের কিছু মুহূর্তের ছবি।

এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই অভিনেতাকে। প্রথমবার অমিতাভের সঙ্গে শুটিং করার সময় এক অদ্ভুত ঘটনা উল্লেখ করেন ইমরান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অদ্ভুত সমাপতন: কাল অমিতাভজির সঙ্গে আমার প্রথম শ্যুট ছিল। আমরা কথা বলার সময় হঠাৎ উপলব্ধি করলাম কালই ‘জঞ্জির’ ছবির ৪৬ বছর পূর্ণ হল। ওই ছবিতে আমার ঠাকুমা অমিতাভজির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।”

2d934 img 20190624 wa0025

চেহরে র শুটিং শুরু হয় ১০ মে। সম্ভাব্য তারিখের ৪ দিন আগেই ১৩ জুন শেষ হয়ে যায় শুটিং। বিগ বি, ইমরান হাসমি ছাড়াও ‘চেহরে’তে দেখা যাবে অন্নু কাপুর, রিয়া চক্রবর্তী, কৃতি খারবান্দা, সিদ্ধান্ত কাপুর এবং রঘুবীর যাদবকে। ছবির পরিচালক রুমি জাফরি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন আনন্দ পন্ডিত। অমিতাভ অভিনয় করবেন একজন আইনজীবীর চরিত্রে আর ইমরানকে দেখা যাবে একজন ব্যবসায়ীর চরিত্রে। সম্ভাব্য ২০২০ সালের ২১ ফেব্রুয়ারী মুক্তি পাবে ‘চেহরে’। বড় পর্দায় এই জুটি কতটা দর্শকদের মন জয় করতে পারে তা দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর