বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়া অসাধারন ব্যাটিং করেছে মূলত স্টিভ স্মিথ (Steve Smith) এবং ট্র্যাভিস হেডের (Travis Head) সৌজন্যে। এছাড়া শুরুর দিকে ডেভিড ওয়ার্নার (৪৩) ও শেষদিকে অ্যালেক্স ক্যারি-ও (৪৮) অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলের সামনে ৪৬৯ রান তুলতে সাহায্য করেছে। ভারতীয় সমর্থকদের অনেক আশা ছিল যে অসাধারণ ছন্দ থাকা শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলি (Virat Kohli) হয়তো এই পিচে ঝড় তুলবেন।
কিন্তু তাদের সেই প্রত্যাশা একেবারেই পূরণ হয়নি। আরও একবার বড় মঞ্চে দরকারের সময় ভারতীয় টপ অর্ডার ভারতকে ম্যাচে সুবিধা করে দিতে ব্যর্থ হয়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যেন ক্রমেই এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছেন। এই পিচেও যে রান তোলা যায় সেটা প্রমাণ করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। কিন্তু ভারতের টপ অর্ডার সেই এক পথে হাঁটতে ব্যর্থ।
আইপিএলে এবং ভারতীয় দলের জার্সিতে ও বছরের শুরুর দিকে ভালো ছন্দে ছিলেন কোহলি এবং গিল। তাই বড় মঞ্চে তাদের নিয়ে প্রত্যাশার পারদও ছিল তুঙ্গে। কিন্তু দুঃখের ব্যাপার হলো দুজনেই সেট হয়েও নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন।শুভমান গিল (১৩) শুরুর দিকে কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেছেন। মনে হচ্ছিল যে কামিন্স এবং স্টার্ক দুজনকেই বেকায়দায় ফেলে দিয়েছেন তিনি।
কিন্তু স্কট বোল্যান্ডকে আক্রমণে আনতেই বদলে যায় পরিস্থিতি। ইনসুইং ডেলিভারির লাইন বুঝতে ভুল করে জাজমেন্ট দিয়ে বলটি ছেড়ে দিলে সেটি তার স্টাম্প ভেঙে দেয়। বিরাট কোহলিও (১৪) অত্যন্ত ধৈর্য ধরে ক্রিজে পড়েছিলেন। তিনি সেট হয়ে যাচ্ছেন এটা দেখে ফের স্টার্ককে আক্রমণে ফিরিয়ে আনা হয়। তারপর একটি ডেলিভারি আচমকাই লাফিয়ে উঠে তার ব্যাটের হ্যান্ডেলে লাগে। অত্যান্ত একটি ক্যাশ নেন স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ। আজ স্টার্কের দিনটা ভালো যাচ্ছিল না। কিন্তু ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা তিনিই নিয়ে যান।
এছাড়া হতাশ করেছেন রোহিত শর্মা (১৫) এবং চেতেশ্বর পূজারাও (১৪)। অস্ট্রেলিয়ান অধিনায়কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। আরও একবার আইসিসি টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হলেন তিনি। অপরদিকে পূজারা কাউন্টি ক্রিকেট খেলেছিলেন এবং ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে অভ্যস্ত ছিলেন। কিন্তু তাও শুভমান গিলের মতোই ভুল করে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে এসেছেন তিনি।
ভারতীয় দল কাল তাদের প্রথম ইনিংসে ৭১ রানে প্রথম ৪ উইকেট হারিয়েছিল। রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি ছিলেন সম্পূর্ণ ফ্লপ। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো টপ অর্ডারের প্রথম ৪ ব্যাটার ডাবল ফিগার পার করলেও কেউই ২০ রানের স্কোর অতিক্রম করতে পারেনি। অথচ ৮৯ রানের একটি ইনিংস খেলে আজ রাহানে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এই পিচে সফল হওয়াটা অসম্ভব নয়।