বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই বঙ্গবাসীর জন্য নতুন বছরের উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী (Prime Minister)। বছর শেষে বঙ্গের মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই দিনই বন্দে ভারত! ৩০ ডিসেম্বরই বাংলার মাটিতে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) পথচলা। পশ্চিমবঙ্গের (West Bengal) প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী। ছুটবে হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত।
এ বিষয়ে নিশ্চিত জানানো হয়েছে পিটিআই তরফে। খবর প্রকাশ হওয়ার পর থেকেই জোর কদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‘আধুনিকতম যাত্রী সুবিধা সহ এই সুপারফাস্ট ট্রেনটি উভয় দিকে ছুটতে প্রায় ৭.৫ ঘন্টা সময় নেবে।”
ট্রেনের সময়সূচি নিয়ে কী জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ? সূত্রের খবর, ট্রেনটি সকাল ৬ টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দেবে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর জন্য দুপুর ১.৩০ টায়, এবং এক ঘন্টা বিরাম নেওয়ার পর, এটি উত্তরবঙ্গ স্টেশন থেকে দুপুর ২.৩০ থেকে ছেড়ে, হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত ১০ টায়।
রেল সূত্রে খবর, রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা সপ্তাহে ছয় দিন চালানো হবে, যা কলকাতা এবং উত্তর-পূর্বের প্রবেশদ্বার শিলিগুড়ির মধ্যেকার ভ্রমণের সময়কে অনেকটাই লাঘব করবে। মোট ১ হাজার ১২৮ জন যাত্রী এর মাধ্যমে ভ্রমণ করতে পারবেন একত্রে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলতে পারলেও, এখন ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে চলাচল করবে বঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।