কয়েক বছর আগে ভারতের মাটিতে আইপিএলের মত টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করে টি-টোয়েন্টি ক্রিকেটে বিপ্লব এনে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল এর মতো টি-টোয়েন্টি লিগ চালু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলার প্রবণতা বৃদ্ধি পায়। আর এবার আরও একটি অভিনব চিন্তাভাবনা নিয়ে এলো বিসিসিআই। বিসিসিআই এর তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে যে এবার থেকে আইপিএলে পরিবর্তন খেলোয়াড় নামানোর কথা। এর নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার প্লেয়ার।’ এই পাওয়ার প্লেয়ার চালু হয়ে গেলে এবার থেকে আইপিএল ম্যাচ চলাকালীন যে কোনো সময় খেলোয়াড় বদল করে নিতে পারবেন সেই দল। বিশেষ সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌরসুমের আইপিএল থেকেই এই নিয়ম চালু করে দেবে বিসিসিআই।
এই নিয়ম চালু হয়ে গেলে আইপিএলের ম্যাচে আর প্রথম একাদশ বলে কিছু থাকবে না। প্রত্যেক টিমকে খেলা শুরু হওয়ার আগে 15 জনের একটা লিস্ট জমা দিতে হবে এবং সেই লিস্ট থেকে যে কোন খেলোয়াড় কে ম্যাচে যে কোন সময় ফিল্ডে নামানো যাবে। জানা গিয়েছে সে যদি এই প্রস্তাবে সম্মতি দিয়ে দেয়। তাহলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট মোস্তাক আলি ট্রোফিতেই এই পাওয়ার প্লেয়ার রাউন্ডের পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলা যাবে।
বিসিসিআই এর এক আধিকারিক জানিয়েছেন যে এই ব্যাপারে স্বল্প আলোচনা করা হয়েছে, তবে আজ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে এক বিসিসিআই অধিকারিক বলেছেন ধরুন কোন ম্যাচে আন্দ্রে রাসেলের মত হার্ডহিটার চোটের কারণে মাঠের বাইরে আছে অথচ সেই সময় তাঁর দলের লাস্ট ওভারে কুড়ি রানের প্রয়োজন তখন তারা রাসেলকে নামিয়ে দিতে পারেন। অপরদিকে লাস্ট ওভারে 6 রান বাকি আছে অথচ বুমরাহের মত প্লেয়ার মাঠের বাইরে বসে আছে সেক্ষেত্রে তাকে বোলিং করার জন্য আনতে পারেন।