বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরবর্তীতে মন্দা কাটিয়ে ঘরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি (indian economy)। করোনা কালে মুখ থুবড়ে পড়লেও, লকডাউন পর্ব শেষ হতেই আবারও মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে ভারতের অর্থনীতি। আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক সহ একাধিক সংস্থা ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস শোনানোর পর এবার অর্থ বিশ্লেষক সংস্থা ফিচ একই আশা জাগালো।
ফিচের প্রতিবেদন অনুসারে, ১ লা এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হচ্ছে। এই সময় ভারতের অর্থনীতি ১২.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১-২০২২ অর্থবর্ষে এই বৃদ্ধির ইঙ্গিত দিল ফিচ।
২০২১-২০২২ অর্থবর্ষে প্রায় ১১ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে জিডিপি আরও ১.৮ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে ফিচ। অর্থাৎ এই নতুন অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি পেতে পারে ১২.৮ শতাংশ- এমনটাই জানাচ্ছে ফিচ।
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে গোটা বিশ্ব একজোট হয়ে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় নিয়োজিত ছিল। এই পরিস্থিতিতে অন্যান্য দেশ ভ্যাকসিন আবিষ্কার করলেও, ভারতে তৈরি ভ্যাকসিনের দাম অনেকটাই কম। যার ফলে ভারতের ভ্যাকসিনের চাহিদা গোটা বিশ্ব জুড়ে রয়েছে। যার ফলে ভ্যাকসিন রপ্তানি করেও ভালো মুনাফা আসছে ভারতের।