বাংলা হান্ট ডেস্ক: নতুন উদ্যমে, নতুন আশায় ২০২২ শুরু হলেও প্রথম থেকেই একের পর এক বিভীষিকা আছড়ে পড়ছে বিশ্বজুড়ে! এমনিতেই করোনার পর ওমিক্রনের হানায় জেরবার বিশ্ববাসী। দিনের পর পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঠিক এই পরিস্থিতিতেই আরও একটি উদ্বেগের খবর সামনে এলো!
মহাকাশের দিক থেকে ২০২২ সালটি বেশ বিপজ্জনক। ইতিমধ্যেই নাসা জানিয়েছে যে, চলতি বছরের প্রথম মাসেই পাঁচটি দৈত্যাকার গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। শুধু তাই নয়, এই গ্রহাণুগুলির মধ্যে একটির আকৃতি হতে পারে প্রায় বড়ো একটি বাসের মতো। তবে, জানুয়ারির প্রথম সপ্তাহেই পৃথিবীর কাছাকাছি পৌঁছবে একটি গ্রহাণু।
ইনভার্সের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই গ্রহাণুটি চলতি মাসের ৬ তারিখেই পৃথিবীর কাছাকাছি চলে আসবে। তবে, এর ফলে পৃথিবীতে কোনো ধরনের বিপদের সম্ভাবনা নেই। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2014 YE15, যার ব্যাস হবে প্রায় ৪২ ফুট। গ্রহাণুটি পৃথিবীর কাছ দিয়ে যাওয়া অন্যান্য গ্রহাণুগুলির তুলনায় আকারে ছোট হলেও আগামী ৬ জানুয়ারি পৃথিবী থেকে এটি সবচেয়ে নিকটতম দূরত্বে থাকবে। ওইদিন পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যে দূরত্বের পার্থক্য থাকবে মাত্র ৭৪ লক্ষ কিলোমিটার।
তবে, বিপদ ঘটাতে পারে ওই বাস আকৃতির গ্রহাণুটি! প্রায় দেড়শ ফুট লম্বা ওই গ্রহাণুটি মূলত অ্যাটেন গ্রহাণুর অংশ, যেটি পৃথিবী এবং বুধের মধ্যে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। এই গ্রহাণুটিও আগের গ্রহাণুটির মতো একই দূরত্বের পার্থক্যে পৃথিবীকে অতিক্রম করার সম্ভাবনা থাকলেও চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।
তবে, একটি বা দুটি নয়, পরপরই পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এগুলি যদি সরাসরি পৃথিবীর দিকে আসে তবে বিপর্যয় ঘটতে পারে। চলতি মাসেই 2020 API 7 নামের আরও একটি গ্রহাণু পৃথিবীর একদম কাছাকাছি চলে আসবে। এটির আকার হবে প্রায় ১৩ ফুট মতো। পাশাপাশি, গাড়ি আকৃতির এই গ্রহাণুটি পৃথিবী থেকে মাত্র ১৭ লক্ষ কিলোমিটারের দূরত্বে থাকবে।
এদিকে, 2013 YD48 নামের একটি গ্রহাণুও আগামী ১১ জানুয়ারি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে বলে মনে করা হচ্ছে। এই গ্রহাণুটির আনুমানিক আকার ৩৪০ ফুট এবং পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব হবে ৫.৬ মিলিয়ন কিমি। এছাড়াও, ২ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি যথাক্রমে 2021 YK এবং 2021 BA 18 নামের দু’টি গ্রহাণু পৃথিবী থেকে নিকটতম দূরত্বে থাকবে।