৫০০ তম ম্যাচ খেলবেন বিরাট! তার এই ৫টি রেকর্ড না জানলে নিজেকে কোহলি ভক্ত বলতে পারেন না আপনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেই ২০০৮ সাল থেকে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে তার যাত্রাটা শুরু হয়েছিল। আজ ২০২৩ সালে তিনি ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে আজ নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০ তম ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি নিজের কেরিয়ারের এই বিশেষ মাইলফলকটিকে ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারবেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। তার আগে আমরা আপনাকে জানাবো বিরাট কোহলির সেই পাঁচটি রেকর্ড সম্পর্কে যেগুলি না জানলে নিজেকে একজন বিরাট কোহলি ভক্ত না বলাই ভালো।

swag kohli

◆ সেঞ্চুরির বন্যা: সকলেই জানেন যে এই মুহূর্তে বিরাট কোহলি হচ্ছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শতরানের মালিক। কিন্তু অনেকেই যেটা জানেন না যে সচিন টেন্ডুলকার, যিনি বিশ্বের সর্বোচ্চ সংখ্যক শতরানের মালিক, তার চেয়ে অনেক বেশি দ্রুত বিরাট কোহলি নিজের ৭৫ তম শতরানে পৌঁছেছেন। এটাও মাথায় রাখতে হবে যে বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৫০০টি ম্যাচের মধ্যে অনেকগুলোই টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে সেঞ্চুরি করার সুযোগ অনেক কম থাকে।

◆ চতুর্থ ভারতীয়: বিরাট কোহলি আজ কেবলমাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করবেন। তার আগে এই মাইলফলক পেরিয়ে এগোতে পেরেছেন সচিন টেন্ডুলকার (৬৬৪), মহেন্দ্র সিংহ ধোনি (৫৩৫) এবং রাহুল দ্রাবিড় (৫০৪)।

◆ শ্রেষ্ঠ গড়: আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের দিক দিয়ে প্রথম ১০ এ যারা আছেন তাদের মধ্যে বিরাট কোহলি হলেন একমাত্র এমন ক্রিকেটার যিনি তিন ফরম্যাট মিলিয়ে নিজের গড় ৫০-এর ওপর (৫৩.৪৮) রাখতে পেরেছেন। তারপরে এই দশজনের মধ্যে যিনি গড়ের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি হলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৪৮.৫২)।

◆ চেজ মাস্টার: বিরাট কোহলি যে রান তাড়া করতে খুব ভালোবাসেন এটা প্রত্যেকেই জানেন। রান তাড়া করে বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে মোট ৭৩৮৪ রান করেছেন। তিনি সচিন টেন্ডুলকারের (৮৭২০) থেকে এখনো পিছিয়ে রয়েছেন এই বিশেষ ক্ষেত্রে রান সংগ্রহের তালিকা। কিন্তু সচিনের এই বিশেষ ক্ষেত্রে গড় ৪৮, যেখানে বিরাট কোহলির গড় ওডিআইতে রান তাড়া করার সময় ৬৪।

◆ সর্বোচ্চ দ্বিশতরান: বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে মোট ৭ বার দ্বিশতরানের গন্ডি পেরিয়েছেন। আর কোনও ভারতীয় ব্যাটারের এমন রেকর্ড নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ডন ব্র্যাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) এবং ব্রায়ান লারা (৯) তার থেকে এগিয়ে রয়েছেন।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর