ভারতের বিরুদ্ধে অভিযোগ, পাত্তাই দিল না কানাডার সহযোগী দেশগুলি! কোণঠাসা ট্রুডো

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের যোগ রয়েছে বলে দাবি করেছে কানাডা। সেই কারণে কানাডায় (Canada) ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। পাল্টা কানাডার কূটনীতিককেও পাঁচদিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে ‘ফাইভ আইজ’ (Five Eyes) কোনও পক্ষ নিতে নারাজ। বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা দরকার বলে দাবি করেছে তারা। উল্লেখযোগ্যভাবে, কানাডা ফাইভ আইজ নেটওয়ার্কের অংশ। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ব্রিটেন (England), অস্ট্রেলিয়া (Australia), কানাডা (Canada) এবং নিউজিল্যান্ড (New Zealand)। এই পাঁচটি দেশকে নিয়ে গোয়েন্দা জোট গঠন করা হয়েছে।

কানাডার মিডিয়ার মতে, কানাডার মিত্ররা অটোয়া এবং নয়াদিল্লির (Delhi) মধ্যে এই বিরোধ টানতে কোনও আগ্রহ দেখাননি। বরং এসব দেশ বিষয়টি নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং অস্ট্রিয়ায় সকলেই এই অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, ‘এটা অবশ্যই গুরুতর অভিযোগ। তবে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগ কতটা সত্য তা নির্ধারণ করা প্রয়োজন। একটা পুঙ্খনাপুঙ্খ তদন্ত প্রয়োজন, ভারতকে (India)সেই তদন্তে অংশগ্রহণ এবং সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে ওই দেশের বিদেশ মন্ত্রী পেনিং ওং বলেন, ‘এগুলি উদ্বেগজনক বিষয়। তদন্ত এখনও চলছে। আমরা এসব বিষয়গুলি পর্যবেক্ষণ করছি।’

modi trudeauu

ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, ‘সব দেশেরই সার্বভৌমত্ব এবং আইনের শাসনকে সম্মান করা উচিত। কানাডার পার্লামেন্টে উত্থাপিত গুরুতর অভিযোগের বিষয়ে আমরা আমাদের কানাডিয়ান সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর