গ্যাসের দাম থেকে ট্রেনের সময়সূচী! কাল থেকে হবে এই পাঁচ পরিবর্তন, প্রভাব পড়বে সবার জীবনে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ ফেব্রুয়ারি মাসের শেষ দিন। প্রতিবারের মতো নতুন মাসে এবারও আসতে চলেছে কিছু পরিবর্তন। অনেকগুলি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী পয়লা মার্চ (March) থেকে। এগুলির মধ্যে কয়েকটি সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার ব্যয় পরিকল্পনায়।

উদাহরণ স্বরূপ বলা যায়, ১লা মার্চ থেকে বড় পরিবর্তন আসতে পারে ব্যাংক ঋণ (Bank Loan), এলপিজি সিলিন্ডারের দাম (Liquified Petroleum Gas), সোশ্যাল মিডিয়া (Social media) সহ একাধিক অন্যান্য জিনিসের উপর। অন্যদিকে,মার্চ থেকে বদলানো হয়েছে ভারতীয় রেলের সময়সূচিও (Train Timings)। নতুন এই নিয়ম গুলির ফলে আপনার পকেটের উপর কতটা প্রভাব পড়বে তা জেনে নিন।

ব্যয়বহুল হতে পারে ব্যাংকের ঋণ: সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট বৃদ্ধি করেছে। এরপর MCLR বৃদ্ধি করেছে বহু ব্যাংক। এটি সরাসরি প্রভাবিত করে ঋণ ও ইএমআইকে।

Bank

দাম বৃদ্ধি হতে পারে এলপিজি ও সিএনজির: প্রতি মাসের শুরুতে দাম নির্ধারণ হয় এলপিজি, সিএনজি ও পিএনজির। অনুমান করা হচ্ছে গতবার এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি না হলেও এইবার বৃদ্ধি পেতে পারে।

lpg gas

সময়সূচী পরিবর্তন ট্রেনের: গরম কাল আসার সাথে সাথে ভারতীয় রেল বেশ কিছু পরিবর্তন করতে পারে ট্রেনের সময়সূচিতে। এই তালিকা প্রকাশ হবে মার্চে। সূত্রের খবর, সময়সূচি পরিবর্তন করা হতে পারে পাঁচ হাজার পণ্যবাহী ট্রেন ও কয়েক হাজার যাত্রীবাহী ট্রেনের।

Indian Railways Local Train

ব্যাংক ছুটি: হোলি ও নবরাত্রি সহ মোট বারো দিন ব্যাংক বন্ধ থাকবে মার্চ মাসে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাপ্তাহিক ছুটি।

শর্তাবলির পরিবর্তন সোশ্যাল মিডিয়ায়: সম্প্রতি আই টি নিয়ম সংশোধন করেছে ভারত সরকার। এর ফলে নতুন ভারতীয় নিয়ম মেনে চলতে হবে ফেসবুক, টুইটার, ইউটিউব ও INSTAGRAM এর মত সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে। এই নতুন নীতি কার্যকর হবে ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেয় এমন পোস্টের ক্ষেত্রে। জরিমানাও হতে পারে মিথ্যে পোস্ট ব্যবহারকারীদের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X