কারোর কব্জি জখম, কাউকে হুল ফোটালো মৌমাছি! হার্দিক ছাড়াও ৪ ভারতীয় ক্রিকেটার চোটের কবলে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) নামার আগে একের পর এক সমস্যা বেড়ে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma)। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তিনি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে পারবেন না সেটা বিসিসিআই (BCCI) নিশ্চিত করে দিয়েছে। ফলে ভারতীয় দলের (Indian Cricket Team) উইনিং কম্বিনেশন চেঞ্জ করতেই হচ্ছিল এই মুহূর্তে অসাধারণ ফর্মে থাকা টম ল‍্যাথামদের বিরুদ্ধে।

কিন্তু এখন ভারতীয় দলের সমস্যা আরও বাড়লো। হার্দিক পান্ডিয়া না থাকায় ফিনিশার হিসেবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দলে নেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু আচমকাই অনুশীলনের সময় কব্জিতে মারাত্মক চোট পেয়েছেন তিনি। নিউজিল্যান্ড ম্যাচের কোনওভাবেই মাঠে নামা হবে না তার।

এই সমস্যার সমাধান করতে পারতেন ঈশান কিষাণ (Ishan Kishan)। কিন্তু তিনি আবার একটি অদ্ভুত বিপদে জড়িয়ে পড়লেন। ম্যাচের আগের দিন মাথায় মৌমাছির কামড় খেলেন এই ভারতীয় উইকেটরক্ষক। তার ম্যাচে নামা নিয়ে দেখা গেল প্রবল অনিশ্চয়তা। সম্পূর্ণ সুস্থ না হলে তাকে নামানো মানে আখেরে ভারতীয় দলের ক্ষতি হওয়া।

আরও পড়ুন: ভারতের স্টেডিয়ামে বসে বলা যাবে না “পাকিস্তান জিন্দাবাদ”, এক পাক ভক্তকে নাকাল করলো পুলিশ, ভাইরাল ভিডিও

এছাড়া শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) চোট পেয়েছেন। হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। এমনিতে হয়তো তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতেন না রোহিত, কিন্তু এমন পরিস্থিতিতে যেখানে একাধিক ক্রিকেটের অনুপস্থিত সেখানে শোনা যাচ্ছে যে চোট নিয়েই মাঠে নামানো হতে পারে এই ভারতীয় অলরাউন্ডারকে। সমর্থকরা আশা করবেন যাতে এর থেকে আরও কোন বড় সমস্যা না তৈরি হয় তাদের জন্য।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক দুই ক্রিকেটার কে? কোহলি বা রোহিত নেই তালিকায়

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে চোট পেয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নিজের বাঁ পায়ের খাইয়ে ব্যাটিং অনুশীলন করার সময় বল লেগে চোট পেয়েছেন তিনি। তবে তার চোট গুরুতর নয়। দলের স্বার্থেই দই সামান্য চোট নিয়ে বিরাট কোহলি অতি সহজেই মাঠে নামতে পারবেন। কিন্তু ভারতের প্রতিপক্ষ হল নিউজিল্যান্ড। ভারতের মতোই নিজেদের প্রথম চারটি ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে কিউয়িরা। ভাঙাচোরা ভারতীয় দল তাদেরকে কি আটকাতে পারবে ধর্মশালার মাটিতে। এই প্রশ্নের জন্য অপেক্ষা আরও কয়েক ঘন্টার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর