বিকাশ ভবনের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার, অবস্থা আশঙ্কাজনক

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক, শিক্ষিকা তারা সমাজ গড়ার কারিগর। তাদের হাতেই নিহিত ভবিষ্যৎ প্রজন্মের ভার। আর আজ খোদ বিকাশ ভবনের সামনে মহানগরের রাস্তায় তাদেরই দেখা গেল আত্মহত্যার চেষ্টা করতে। বেনোজির এই ঘটনার সাক্ষী থাকলো কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। শিক্ষকদের বদলি ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে ঐক্য মঞ্চ। এর আগে নবান্নের সামনে এমন কি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও আন্দোলন করেছেন তারা।

মঙ্গলবারও একই ভাবে বিকাশ ভবনের সামনে বদলি ইস্যুতে আন্দোলন করছিলেন ৫ শিক্ষিকাসহ ঐক্য মঞ্চের একটি দল। তাদের দাবি, তারা আন্দোলনে নেমেছিলেন বলেই বদলি করা হয়েছে তাদের। আর এই বদলির প্রতিবাদেই সরব হয়েছিলেন ওই শিক্ষিকারা। ঘটনা সামলাতে বাধা দিতে গেলে পুলিশের সামনেই বিষ খান বিক্ষোভকারী দলেরই পাঁচ শিক্ষিকা। সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েন তারা।

দ্রুত ৫ জনকেই হাসপাতালে নিয়ে যায় পুলিশ। অসুস্থদের মধ্যে ৪ জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আন্দোলনকারীরা বিকাশ ভবনের মূল গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধ্য হয়েই তাদের বাধা দেওয়া হয়। কিন্তু তার পরেই ঘটে ওই বেনোজির ঘটনা। ব্যাগ থেকে বিষের শিশি বের করে গলায় ঢেলে দেন ওই পাঁচ শিক্ষিকা।

প্রথম পর্যায়ে হতবাক হয়ে গিয়েছিল পুলিশও। পড়ে দ্রুত ওই পাঁচ জন মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু প্রশ্ন হল আর কতদিন প্রকাশ্য রাস্তায় এ ধরনের ঘটনার সাক্ষী থাকবে তিলোত্তমা? এর আগেও একাধিকবার হবু শিক্ষকদের আন্দোলন করতে দেখা গিয়েছে। নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তারা। এবার ফের বদলি নিয়ে ঘটে গেল এই দুর্ভাগ্যজনক ঘটনা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর