খোঁজ দিয়েছিলেন বিকাশ দুবের, ছয় ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে UP পুলিশ

বাংলা হান্ট ডেস্ক: গত জুলাই মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় গোটা দেশের সংবাদ শিরোনামে উঠে এসেছিল কুখ্যাত ডন বিকাশ দুবের  নাম। যদিও পরে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ এবং পরে এনকাউন্টারে মারা পরে বিকাশ। কিন্তু সেই সময় তাকে ধরার জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ইউপি পুলিশ । অবশেষে বিকাশ দুবেকে ধরতে সাহায্য করার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন ছয় ব্যক্তি।

গত ৯ জুলাই উজ্জয়নের মহাকাল মন্দির চত্ত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল বিকাশ দুবেকে। কিন্তু তার খোঁজ কে দিয়েছিল, তা খুঁজে বের করতে নতুন এক কমিটি গঠন করেন উজ্জয়নের এসপি। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী ছয় জন ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদিও পুলিশের পক্ষ থেকে তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, ৯ জুলাই ভোর ৪টে নাগাদ রাজস্থান থেকে উজ্জয়নে আসে বিকাশ। সেখানে এসে শিপ্রা নদীতে স্নান সেরে সকাল ৭.৪৫ নাগাদ মহাকাল মন্দিরে পুজো দিতে আসে সে। কিন্তু সুরেশ কাহার নামে এক ফুল ব্যবসায়ী তাঁকে চিনে ফেলে। সেই মন্দিরের সুরক্ষা কর্মীদের বিকাশ দুবের কথা বলে। তারাই তখন স্থানীয় থানায় খবর দেয়।

প্রসঙ্গত, গত ১০ জুলাই পুলিশ সড়কপথে বিকাশকে লখনউ নিয়ে আসার সময় বর্রা থানা এলাকায় পুলিশের গাড়ি পাল্টে যায়। গাড়ি পাল্টে যাওয়ার পর আহত এক পুলিশের বন্দুক ছিনিয়ে বিকাশ পালানোর চেষ্টা করে। তখন পুলিশের টিম বিকাশ দুবের উপর ফায়ারিং করে। এই ফায়ারিংয়ে বিকাশ গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বিকাশ।

সম্পর্কিত খবর