জঙ্গিদের হাতে বন্দি কাশ্মীরিদের বাঁচাতে গিয়ে শহীদ হলেন সেনার পাঁচ জওয়ান! নিকেশ দুই জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর কাশ্মীরের (Kashmir) হ্যান্ডওয়ারায় জঙ্গিদের সাথে এনকাউন্টারে (Encounter) সেনার (Indian Army) এক কর্নেল আর এক মেজর সমেত পাঁচ জওয়ান শহীদ হয়েছেন। সেনার আধিকারিকরা জানান, রবিবার হ্যান্ডওয়ারার চঞ্জ মহল্লা এলাকায় হওয়া এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে। এই এলাকা উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার অন্তর্গত।

army 1600x900 1

সেনার আধিকারিক জানান, জঙ্গি দ্বারা বন্দি বানানো নাগরিকদের বাঁচাতে গেছিল সেনা। সেখানে চলে এনকাউন্টার। আপাতত ফায়ারিং বন্ধ আছে। সেনা গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন চালাচ্ছে। গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। গাড়ির যাতায়াত আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

এই এনকাউন্টার শনিবার বিকেল থেকে শুরু হয়েছি। মাঝ রাতে এই এনকাউন্টারে সেনার দুই অফিসার সমেত পাঁচ জওয়ান নিখোঁজ হয়ে যান। সেনার দলের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আপনাদের জানিয়ে দিই, কুপওয়ারায় তল্লাশি অভিযানের ২০ ঘণ্টা পর জঙ্গি আর সেনার মধ্যে শনিবার দুপুর থেকে এনকাউন্টার শুরু হয়। এর আগে দুবার জঙ্গিরা জঙ্গলের দিকে পালিয়ে গেছিল।

পুলিশের অনুযায়ী, হ্যান্ডওয়ারা জেলার চঞ্জ মহল্লায় শনিবার দুপুরে এনকাউন্টার শুরু হয়। জঙ্গিরা ঘটনাস্থল থেকে যাতে পালিয়ে না যেতে পারে, সেই জন্য গোটা এলাকা ঘিরে ফেলেছিল সেনা। জনবসতি পূর্ণ এলাকা হওয়ার কারণে সেনা খুব সাবধানের সাথে তল্লাশি অভিযান চালায়।

সেনার আধিকারিক জানান, গোপন সুত্রে খবর পাওয়া গেছিল যে, জঙ্গিরা কুপওয়ারা জেলার চঙ্গিমুল্লা, হ্যান্ডওয়ারা এলাকায় একটি ঘরে কয়েকজনকে বন্দি বানিয়ে রেখেছে, এরপর সেনা আর জম্মু কাশ্মীর পুলিশ সংযুক্ত অভিযান চালায়। সেনার পাঁচ আর পুলিশের এক জওয়ান বন্দিদের ঘ্র থেকে বের করার জন্য ঘরে প্রবেশ করে। সেনা আর পুলিশের টিম সফলভাবে জঙ্গিদের সেখান থেকে বের করে। যদিও এই অভিযানে সেনার পাঁচ জওয়ানের মৃত্যু হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর