আগামী 22 শে নভেম্বর ভারতের মাটিতে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এছাড়াও সিএবি তরফ থেকে এই ম্যাচটি আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল দিবারাত্রি টেস্টের প্রথম দিনে মাঠে উপস্থিত থাকবেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এবার এই দিবারাত্রি টেস্ট ম্যাচ কে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে ম্যাচের প্রথম দিনে ইডেন গার্ডেন্সে ভারতীয় ক্রিকেটের ফ্যাব ফাইভের উপস্থিতি। এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ কে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে সিএবি তরফ থেকে উদ্যোগ নিয়ে এই ম্যাচের প্রথম দিনেই একটি বিশেষ চ্যাট শো এর আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলী, শচীন তেন্দুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং অনিল কুম্বলে।
দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেষ্ট আয়োজন করার মধ্য দিয়ে ইতিহাস রচনা করতে চলেছে ইডেন গার্ডেন্স, আর এই ঐতিহাসিক ম্যাচের প্রথম দিনে ইডেনে হাজির থাকবেন এক সময় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে বিশ্ব ক্রিকেট কে শাসন করা শচীন তেন্দুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং অনিল কুম্বলেরা। আর ভারতের এই পাঁচ নক্ষত্রের একসাথে হাজির থাকায় এই দিনের এই ম্যাচকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।
ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন কর্তা ইডেনে দিবারাত্রি টেস্ট ম্যাচ আয়োজনের পরিকাঠামো দেখে গিয়েছেন এবং তারা বিসিসিআই কর্তাদের সাথে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। এই দিবা-রাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধনী ঘন্টা বাজাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।