এক্কেবারে ৯.৬০% সুদ! ফিক্সড ডিপোজিট করলেই হয়ে যাবেন মালামাল, টাকা রাখুন এই ৫ ব্যাংকে

বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ মানুষের কাছে বিনিয়োগের সেরা মাধ্যম ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম। ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করা একদিকে যেমন সুরক্ষিত, অন্যদিকে এখান থেকে মেলে পর্যাপ্ত সুদ। আমাদের দেশের প্রত্যেকটি ব্যাংকই ফিক্সড ডিপোজিট স্কিম অফার করে থাকে গ্রাহকদের। তবে দেশের বড় সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির থেকে অপেক্ষাকৃত বেশি সুদ অফার করে থাকে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি। আজ আমরা এমন পাঁচটি স্মল ফিনান্স ব্যাংক সম্পর্কে আলোচনা করব যারা ফিক্সড ডিপোজিটে দিচ্ছে মোটা অংকের সুদ।

Suryoday Small Finance Bank : এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে আপনি মোটা অংকের সুদ পাবেন। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৯.১০% ও সিনিয়র সিটিজেনদের ৯.৬০% সুদ প্রদান করছে।

আরোও পড়ুন : মোটা ফাইন থেকে কড়া শাস্তি! এই বিখ্যাত ব্যাংকের উপর রাশ টানল RBI, আপনার অ্যাকাউন্ট আছে?

Unity Small Finance Bank : ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক সাধারণ গ্রাহকদের ৯ শতাংশ সুদ প্রদান করছে। এই স্কিমে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৯.৫০% পর্যন্ত সুদ।

Fincare Small Finance Bank : ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক যথেষ্ট ভালো সুদ প্রদান করছে গ্রাহকদের। ১০০০ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা টাকা বিনিয়োগ করলে পাবেন ৮.৫১% সুদ। এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৯.১১% সুদ।

আরোও পড়ুন : নিয়োগের নথি ছাড়াই সহকারী প্রধান শিক্ষিকা! বাম আমলের চিরকুটে চাকরির পর্দাফাঁস?

⁠Equitas Small Finance Bank : এই ব্যাংক সাধারণ গ্রাহকদের ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে প্রদান করছে ৮.৫০% সুদ। এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৯% সুদ।

These three banks increased the interest rate on Fixed Deposit in March

ESAF Small Finance Bank : দুই বছর থেকে তিন বছরের কম ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক প্রদান করছে ৮.৫০% সুদ। প্রবীণ নাগরিকদের এই মেয়াদের ফিক্সড ডিপোজিটে দেওয়া হচ্ছে ৯% সুদ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর