ফিক্সড ডিপোজিটে ১০ শতাংশ সুদ! বিনিয়োগ করলেই হবেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ টাকা জমানোর মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposit)। ব্যাংক এই ধরনের স্কিমে বিভিন্ন ধরনের সুদ প্রদান করে থাকে গ্রাহকদের। সময় অনুযায়ী সুদের হার পরিবর্তিত হয়। তবে বর্তমানে বিভিন্ন ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে স্থায়ী আমানতে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েলে এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ সবসময় ঝুঁকি সাপেক্ষ।

তবে ব্যাংকের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে থাকে না কোনও ঝুঁকি। বার্ষিক হারে এই স্থায়ী আমানতের উপর গ্রাহককে সুদ প্রদান করে থাকে ব্যাংক। বর্তমান সময়ে ব্যাংকগুলির থেকে এনবিএফসি, অর্থাৎ, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি বেশি মাত্রায় সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটে। সেক্ষেত্রে ব্যাংকের বিকল্প হিসেবে আপনারা এনবিএফসিতে টাকা গচ্ছিত রাখতে পারেন।

আরোও পড়ুন : ৩১ ঘণ্টা নয়, মাত্র ১০ ঘণ্টায় যাওয়া যাবে কলকাতা টু ত্রিপুরা! নতুন রেলপথ তৈরির প্রস্তুতি তুঙ্গে

চলুন জেনে নেব কোন কোন এনবিএফসি গ্রাহকদের মোটা সুদ প্রদান করছে।

হকিন্স কুকার লিমিটেড ফিক্সড ডিপোজিট স্কিম: এই কোম্পানিতে সর্বাধিক সুদের হার ১১.৩০% । নূন্যতম ২৫ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যায় এখানে। ন্যূনতম বিনিয়োগ কাল থাকে তিন বছর।

•মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ফিক্সড ডিপোজিট স্কিম: ন্যূনতম 5000 টাকা বিনিয়োগ করতে হয় এই স্কিমে। সাধারণ নাগরিকদের ১০.০৭%, প্রবীণদের জন্য ১০.৩২% সুদ প্রদান করা হয়ে থাকে। ন্যূনতম পাঁচ বছরের জন্য এখানে টাকা বিনিয়োগ করতে হয়।

fixed deposit 2023

•শ্রীরাম সিটি ইউনিয়ন ফিনান্স ফিক্সড ডিপোজিট স্কিম: এই সংস্থার স্কিমে ১০.৪২% ও প্রবীণদের জন্য ১০.৭৭% সুদ প্রদান করা হয়ে থাকে ন্যূনতম ৫ হাজার টাকার বিনিয়োগে। এখানে বিনিয়োগ কাল পাঁচ বছর।

•কেটিডিএফসি লিমিটেড ফিক্সড ডিপোজিট স্কিম: এই সংস্থা প্রবীণদের বার্ষিক ১০.১৭% সুদ প্রদান করে থাকে স্থায়ী আমানতের উপর। এখানে ন্যূনতম জমা রাশি ৫ হাজার টাকা ও ন্যূনতম সময়কাল পাঁচ বছর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর