বাংলাহান্ট ডেস্ক : অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এই মুহূর্তে দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) রেপো রেট বৃদ্ধি করার পর বহু ব্যাংক তাদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। এরপর অ্যাক্সিস ব্যাঙ্কও তাদের স্থায়ী আমানতের সুদের হার বৃদ্ধি করল। এই ব্যাংক দুই কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদ বৃদ্ধি করল।
অ্যাক্সিস ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে ১০ দিনের স্থায়ী আমানতে দিচ্ছে ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকরা এই মেয়াদের জন্য করা স্থায়ী আমানতে পাবেন ৬ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ। সর্বোচ্চ ৭.২৬ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে ২ বছর থেকে ৩০ মাস পর্যন্ত মেয়াদের ফিক্সড ডিপোজিটে। এই মেয়াদে প্রবীর নাগরিকরা পাবেন ৮.০১ শতাংশ সুদ।
এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, নতুন এই সুদের হার কার্যকর করা হয়েছে ৪ ঠা এপ্রিল থেকেই। তবে, সুদের হার বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকদের যে অনেকটাই লাভ হবে একথা বলাই বাহুল্য। এক নজরে দেখে নেওয়া যাক অ্যাক্সিস ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার:
২ বছর থেকে ৩০ মাস – ৭.২৬ শতাংশ, ১ বছর থেকে ১ বছর ২৪ দিন- ৭.১০ শতাংশ, ১ বছর- ৭ শতাংশ, ৯ মাস থেকে ১ বছর – ৬.০০ শতাংশ, ১৮০ দিন থেকে ২৭০ দিন – ৫.৭৫ শতাংশ, ৯০ দিন থেকে ১৮০ দিন – ৪.৭৫ শতাংশ, ৬১ দিন থেকে ৯০ দিন- ৪.৫০ শতাংশ , ৪৬ দিন থেকে ৬০ দিন ৪.০০ শতাংশ, ৭ দিন থেকে ৪৫ দিন – ৩.৫০ শতাংশ।