বাংলাহান্ট ডেস্ক : নিজের এবং পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন ফিক্সড ডিপোজিট , রেকারিং ডিপোজিট, শেয়ার, মিউচুয়াল ফান্ড সহ বিভিন্ন খাতে। তবে এখনও দেশের অধিকাংশ বিনিয়োগকারীদের প্রথম পছন্দ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। ব্যাঙ্ক বিশেষে ফিক্সড ডিপোজিটে সুদের হার হয়ে থাকে ভিন্ন।
বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার
আবার রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট হ্রাস বা বৃদ্ধির উপর নির্ভর করে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট পরিবর্তন করায় অধিকাংশ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার হ্রাস করতে শুরু করেছে। তবে আজ আমরা আপনাদের এমন চারটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে জানাতে চলেছি, যারা ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর বিনিয়োগকারীদের দিচ্ছে মোটা হারে সুদ।
আরও পড়ুন : নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়! এরই মধ্যে বড় জামিন! কে পেল মুক্তি?
• স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া : ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক এসবিআই ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি প্রকল্পে সাধারণ নাগরিকদের ৭.২৫% ও প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদ প্রদান করছে। অন্যদিকে, SBI-এর ৪০০ দিনের অমৃত কলশ প্রকল্পে বিনিয়োগ করলে সাধারণ আমানতকারীরা বিনিয়োগের অংকের উপর পেয়ে যাবেন ৭.১০% সুদ, এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬০% হারে সুদ।
• ব্যাঙ্ক অফ বরোদা : ৩৩৩ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে ব্যাঙ্ক অফ বরোদা সাধারণ আমানতকারীদের ৭.১৫% ও প্রবীণ আমানতকারীদের ৭.৬৫% হারে সুদ প্রদান করছে। পাশাপাশি ৩৯৯-দিনের স্পেশাল ডিপোজিট স্কিমে সাধারণ বিনিয়োগকারীরা ৭.২৫% হারে এবং নন-কলেবল ডিপোজিটের জন্য ৭.৪০% হারে সুদ পাবেন বলে জানিয়েছে ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা এই স্কিমে পেয়ে যাবেন ৭.৭৫% পর্যন্ত হারে সুদ।
ইন্ডিয়ান ব্যাঙ্ক : ৩০০ দিনের IND সুপ্রিম এবং ৪০০ দিনের IND সুপার প্রকল্পের অধীনে ফিক্সড ডিপোজিটে মোটা সুদ দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের জন্য থাকছে সর্বোচ্চ ৮.০৫ % হারে সুদের অফার।
আইডিবিআই ব্যাঙ্ক : ৩০০ থেকে ৭০০ দিনের মেয়াদের IDBI ব্যাঙ্কের উৎসব কলেবল স্কিমে দারুন সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা। ফিক্সড ডিপোজিটের সময়কালের উপর নির্ভর করে নির্ধারিত হবে সুদের হার।