শেয়ার বাজার অতীত! এই জনপ্রিয় ব্যাঙ্কগুলো FD’তে যা সুদ দিচ্ছে….টাকা রাখলেই হয়ে যাবেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্দেশ দেন ব্যাংকগুলিকে নজর দিতে হবে কোর ব্যাঙ্কিং কার্যকলাপে। বিশেষ করে অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকগুলি যাতে বিনিয়োগ ও ঋণের বিষয়টিতে গুরুত্ব দেয়। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদ নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে প্রত্যেকটি ব্যাংকের।

ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার

সেই কারণে বিভিন্ন ব্যাংকের সুদের হার ভিন্ন হয়ে থাকে। আজকাল অনেকেই রয়েছেন যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। তবে অনেকেই ঝুঁকিবিহীন বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposit)। এই অবস্থায় আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব দেশের বড় ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট করলে আপনি কত শতাংশ হারে সুদ পাবেন।

আরোও পড়ুন : ফের শুরু আদানির দাপট! কিনতে চলেছেন অনিল আম্বানির এই বন্ধ কোম্পানি! খরচ হবে ৩,০০০ কোটি

প্রথমেই আসা যাক দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদের হারের ব্যাপারে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই (State Bank of India) ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর কত সুদ দিচ্ছে দেখে নিন (এখানে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার দেওয়া হল। প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে সাধারণত .50% সুদ বেশি পেয়ে থাকেন) –

7 – 45 দিন – 3.50% ,

46 – 179 দিন – 5.50% ,

180 – 210 দিন – 6.25% ,

211 দিন থেকে 1 বছরের কম – 6.50% ,

1 বছর থেকে 2 বছরের কম – 6.80%,

2 বছর থেকে 3 বছরের কম – 7.00% ,

3 বছর থেকে 5 বছরের কম – 6.75% ,

5 বছর থেকে 10 বছর – 6.50% ,

400 দিন (অমৃত কলশ) 7.10% ,

444 দিন (অমৃত বৃষ্টি) 7.25% ।

আরোও পড়ুন : এক ক্লিকেই কনফর্ম! তৎকালের ঝামেলা ছেড়ে এইভাবে কাটুন অনলাইন টিকিট

এবার দেখে নেওয়া যাক দেশের অন্যতম বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক এইচডিএফসি ব্যাংকের (HDFC Bank) ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) রেট (এখানে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার দেওয়া হল। প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে সাধারণত .50% সুদ বেশি পেয়ে থাকেন) –

These three banks increased the interest rate on Fixed Deposit in March

7 – 14 দিন – 3.00% ,

15 – 29 দিন – 3.00%,

30 – 45 দিন – 3.50%,

46 – 60 দিন – 4.50%,

61 – 89 দিন – 4.50% ,

90 দিন – 6 মাস – 4.50%,

6 মাস 1 দিন – 9 মাস – 5.75% ,

9 মাস 1 দিন – 1 বছরের কম – 6.00% ,

1 year – 15 মাসের কম – 6.60% ,

15 মাস – 18 মাসের কম – 7.10% ,

18 মাস –  21 মাসের কম – 7.25% ,

21 মাস  – 2 বছর – 7.00% ,

2 বছর 11 মাস(Special Edition FD – 35 months) 7.15% ,

4 বছর 7 মাস (Special Edition FD – 55 months) – 7.20%,

5 বছর 1 দিন – 10 বছর – 7.00%।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর