বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আর তার পরই ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদ কমা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। রেপো রেট কমার ফলে একদিকে যেমন ঋণের উপর সুদ কমবে, ঠিক উল্টো দিকে সুদের হার হ্রাস পাবে ফিক্সড ডিপোজিটে।
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) নিয়ে বড় খবর
যদি আপনি ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি করবেন না। বর্তমানে একাধিক ব্যাংক বার্ষিক ৯ শতাংশ হারে সুদ প্রদান করছে ফিক্সড ডিপোজিটের উপর। তাই সুদের হার কমার আগেই এই ব্যাংকগুলিতে বিনিয়োগ করলে আখেরে লাভ হবে আপনারই।
আরোও পড়ুন : খরচ ২০০ টাকারও কম! মিলবে ২ জিবি ডেটা, কলস্ আনলিমিটেড! ফের পুরনো প্ল্যান ফিরিয়ে আনছে Jio
বর্তমানে সর্বোচ্চ বার্ষিক ৯ শতাংশ হারে সুদ প্রদান করছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Unity Small Finance Bank)। ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা পেয়ে যাবেন বার্ষিক ৯ শতাংশ হারে রিটার্ন। এই ব্যাংকে যদি এক লক্ষ টাকার FD করেন, তাহলে মেয়াদ পূর্তির পর হাতে পাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা।
আরোও পড়ুন : জাস্ট ২০ টাকা বিনিয়োগ করুন! কোটিপতি হবে আপনার সন্তান! অবাক লাগছে? দেখুন কীভাবে সম্ভব
৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৮.৬০ শতাংশ হারে সুদ প্রদান করছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, ৫ বছর পর বিনিয়োগকারী পেয়ে যাবেন ১.৫০ লক্ষ টাকা। দেশের অন্যতম পুরনো প্রাইভেট ব্যাংক ইয়েস ব্যাঙ্ক ৩৬৬ দিনের এফডি-তে দিচ্ছে ৭.৪৫ শতাংশ সুদ।
এই ব্যাংকে ৩৬৬ দিনের জন্য ১ লক্ষ টাকা এফডি করলে, রিটার্ন পাবেন ১ লক্ষ ১০ হাজার টাকা। ৩৬৬ দিনের এফডি-তে ৭.৪৫ শতাংশ সুদ প্রদান করছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই ব্যাংকে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করলে, মেয়াদ শেষে পাবেন ১.১০ লক্ষ টাকা।