বাংলাহান্ট ডেস্ক : অধিকাংশ সাধারণ মানুষের বিনিয়োগের প্রথম পছন্দ ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। তবে অনেক সময় আপৎকালীন পরিস্থিতিতে ম্যাচুরিটির আগেই ফিক্সড ডিপোজিট ভাঙার প্রয়োজন হয়। ম্যাচুরিটির আগে ফিক্সড ডিপোজিট ভাঙলে গ্রাহককে দিতে হয় পেনাল্টি।
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বাম্পার অফার
তবে এবার ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে অসাধারন একটি সুবিধা। ব্যাংকের ফিক্সড ডিপোজিট না ভেঙেই টাকা তোলার সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। ব্যাঙ্ক অফ বরোদা জানাচ্ছে, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে লিকুইড ফিক্সড ডিপোজিট অনেকটাই আলাদা। সাধারণ গ্রাহকদের ১ বছরের জমাকৃত অর্থের উপর ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৬.৮৫% হারে সুদ।
সেক্ষেত্রে এই সময়কালে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৭.৩৫% হারে সুদ। ৫ বছরের ফিক্সড ডিপজিটে ব্যাঙ্ক অফ বরোদা প্রদান করছে ৭.৪০% সুদ। লিকুইড এফডি স্কিম সম্পূর্ণ টাকা না তুলে, গ্রাহকদের আংশিক অর্থ প্রত্যাহারের সুযোগ দেয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, আমানতকারীদের উচ্চ রিটার্ন, কম প্রিপেমেন্ট জরিমানা এবং প্রয়োজনে অর্থের তাৎক্ষণিক অ্যাক্সেসের অভাবনীয় সুযোগ প্রদান করে লিকুইড এফডি স্কিম।
আরোও পড়ুন : শুরু শীতের ব্যাটিং! বৃহস্পতি থেকেই আবহাওয়ার ভোলবদল, রইল আগাম আপডেট
নূন্যতম ৫০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় এই স্কিমে। ১২ থেকে ৬০ মাসের সময়কালে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। ১২ মাসের নূন্যতম ম্যাচিউরিটির সময়সীমা পূর্ণ করলে প্রি-ম্যাচিওর উইথড্রলের ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে না জরিমানা। ১০০০ টাকার গুণিতকে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) থেকে আংশিক অর্থ প্রত্যাহার করতে পারবেন গ্রাহক।
ব্যাঙ্ক অফ বরোদার যে কোনো গ্রাহক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে অপেক্ষাকৃত বেশি সুদ পাবেন। নূন্যতম ৫ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এই স্কিমে (Scheme)। বিনিয়োগের উর্ধ্বসীমার ক্ষেত্রে কোনো ক্যাপিং নেই বলেই জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ১২ মাস থেকে ৬০ মাসের সময়কালে এই স্কিমে বিনিয়োগ করা যায়।