বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) বিপুলসংখ্যক মানুষ তাঁদের সঞ্চিত অর্থ ব্যাঙ্কেই (Bank) জমা রাখতে পছন্দ করেন। মূলত, তাঁরা কোনো ধরণের ঝুঁকি না নিয়ে অর্থ নিরাপদভাবেই ব্যাঙ্কে রাখার প্রতি আগ্রহী হন। তবে, ব্যাঙ্কে টাকা জমা রাখার মাধ্যমে পাওয়া সম্ভব শক্তিশালী রিটার্নও। বর্তমান সময়ে দেশের ৪ টি বৃহৎ ব্যাঙ্ক তাদের সুদের হার বৃদ্ধি করেছে। যা প্রত্যক্ষভাবে লাভবান করবে গ্রাহকদের।
এমতাবস্থায়, আপনিও যদি এই ৪ টি ব্যাঙ্কের কোনো একটিতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করেন সেক্ষেত্রে একটি ভালো রিটার্ন পেতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ৪ টি ব্যাঙ্ক আপনাকে ৯.১ শতাংশ পর্যন্ত FD-তে সর্বোচ্চ সুদের হার প্রদান করে। চলুন, জেনে নিই কোন কোন ব্যাঙ্ক সুদের হারে এই বৃদ্ধি ঘটিয়েছে।
অ্যাক্সিস ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়িয়েছে: প্রথমেই জানিয়ে রাখি যে, অ্যাক্সিস ব্যাঙ্ক এখন প্রবীণ নাগরিকদের জন্য একটি দুর্দান্ত উপহার নিয়ে এসেছে। এখন ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে সুদের হার ৩.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.০৫ শতাংশ করা হয়েছে। এই নতুন সুদের হার ২০২৩-এর ১৪ অগাস্ট থেকে কার্যকর করা হয়েছে।
ফেডারেল ব্যাঙ্কও FD-তে সুদের হার বাড়িয়েছে: ফেডারেল ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত, এই ব্যাঙ্ক এখন ১৩ মাসের মেয়াদের FD-তে ৮.০৭ শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করছে। এটিও, গত বছরের ১৫ অগাস্ট থেকে লাগু হয়েছে।
আরও পড়ুন: ইজরায়েলকে সাহায্য আদানির! গাজা ধূলিসাৎ করতে পাঠিয়েছেন ৯০০ ড্রোন, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
কানাড়া ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে: কানাড়া ব্যাঙ্ক তার প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যাঙ্ক সুদের হার ৩.৭৫ শতাংশ বাড়িয়েছে। জানিয়ে রাখি যে, আগে কানাড়া ব্যাঙ্ক ৪ শতাংশ পর্যন্ত সুদের হার দিত। যা এখন ৭.৭৫ শতাংশ করা হয়েছে। ব্যাঙ্ক এটি ২০২৩-এর ১২ অগাস্ট তারিখে কার্যকর করেছে। এদিকে, ১৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগে, এই ব্যাঙ্ক গ্রাহকদের ৫.৩৫ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে।
আরও পড়ুন: WhatsApp-কে টেক্কা! ঝড় তুলতে আসছে দেশীয় মেসেজিং অ্যাপ Samvad, গ্রিন সিগন্যাল দিল DRDO
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক FD-তে সুদের হার বাড়িয়েছে: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া ২ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করছে।