মুছে দেওয়া হল আমেরিকা, ইংল্যান্ডকে, গর্বের সাথে রাশিয়ার রকেটে থাকলো ভারতীয় পতাকা, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন ইস্যু পৃথিবীর গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে মহাকাশেও। তোলপাড় গোটা বিশ্বই। এরই মধ্যে বুধবার নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা সরিয়ে ফেলল রাশিয়া। এই পুরো ব্যাপারটির ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন রুশ মহাকাশ সংস্থার প্রধান দিমিত্রি রোগজিন নিজেই।

ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘বাইকোনুরে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে কিছু দেশের পতাকা ছাড়াই আরও সুন্দর লাগবে আমাদের রকেট।’ তাঁর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, আমেরিকা, জাপান এবং ইংল্যান্ডের পতাকা সরিয়ে ফেলা হচ্ছে। কিন্তু সেখানে বিরাজমান। কাজাকিস্তানের বাইকোনুরে রাশিয়ান রকেট লঞ্চ প্যাডে একটি রকেট থেকে সরিয়ে ফেলা হয় পতাকা গুলি।

আগামী কাল অর্থাৎ ৪ মার্চ ৩ ডজন ওয়ান ওয়েব ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের। কিন্তু বর্তমানে এই পরিকল্পনা প্রত্যাহারের কথা জানিয়েছে সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে ৪ মার্চ এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে না। বিশেষ করে ততক্ষণ এই তিন ডজন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে না যতক্ষণ না ওয়ান ওয়েব কোম্পানি নতুন চাহিদাগুলি পূরণ করছে।

ওয়ানওয়েব ইন্টারনেট স্যাটেলাইট কোম্পানিটি আংশিকভাবে ব্রিটিশ সরকারের মালিকানাধীন। শুক্রবার রাশিয়ান রকেটে করে নিজেদের ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। কিন্তু বুধবার একটি ট্যুইট করে রসকসমস জানায় যে, ‘রসকসমস এই গ্যারেন্টি চায় যে ওয়ানওয়েব স্যাটেলাইট গুলি সামরিক উদ্দ্যেশ্যে ব্যবহৃত হবে না।’

প্রসঙ্গত, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ সরকার। ফলে এহেন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে যে ব্রিটিশ সরকারের বৈরিতা তৈরি হবে সেটাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে এই কারণেই স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাশিয়া।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর