বাংলাহান্ট ডেস্কঃ হাতে মোবাইল থাকার দৌলতে গোটা পৃথিবীটাই যেন আমাদের মুঠোয় বন্দি হয়ে গিয়েছে। প্রতিদিন ঘরে বসেই বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা খবরা খবর আমরা জানতে পারছি। যার মধ্যে ভাইরাল ভিডিও (viral video) অন্যতম বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেমনই বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ভাইরাল ভিডিও দেখে মানুষের মনে কৌতুহলের মেঘ জন্মেছে।
সমুদ্রের মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা। বিরাট জায়গা জুড়ে এক নাগাড়ে জ্বলেই যাচ্ছে এই আগুন। বহু চেষ্টা করেও তা থামানো যাচ্ছে না। সম্প্রতি দিনে স্যোশাল মিডিয়ায় এমনই এক দৃশ্য ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিনাগরিকদের মনে কৌতূহলের জন্ম হয়েছে, কিভাবে জলের মধ্যে জ্বলে উঠল ভয়ঙ্কর আগুন?
https://twitter.com/liamyoung/status/1411084565377077250
তবে এই দৃশ্যটিকে দেখে কৃত্রিম বলে মনে করলে, ভুল ভাববেন। ঘটনাটি বাস্তবে ঘটেছে মেক্সিকো (mexico) উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছের সমুদ্রে। প্রথমে স্থানীয় বাসিন্দারা ইউকাটান উপদ্বীপ এলাকার কাছের সমুদ্রে দাউ দাউ করে জ্বলতে থাকা এই আগুন দেখতে পান। তারপর বেশ কয়েকটি ছোট ছোট জাহাজের সাহায্য প্রায় ৫ ঘন্টা ধরে এই বিধ্বংসী আগুন নেভানো হয় বলে জানা গিয়েছে।
সমুদ্রের নীল জলের মাঝে আগুনের কমলা রং, যেন প্রকৃতির এক অন্য ভয়ঙ্কর শোভার প্রকাশ ঘটাল। স্যোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে নেটনাগরিকদের মনে জেগে ওঠা কৌতূহলের উত্তরও পাওয়া গিয়েছে।
The Gulf of Mexico is literally on fire because a pipeline ruptured pic.twitter.com/J4ur5MNyt1
— Brian Kahn (@blkahn) July 2, 2021
মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স সূত্রে খবর, সমুদ্রের নীচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করেই শুক্রবার আগুনের উৎপত্তি। যার ফলে সমুদ্রের বিরাট অংশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনে লেলিহান শিখা। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর যেমন পাওয়া যায়নি, তেমনই প্রকল্পের কোনও ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে। পাশাপাশি কিভাবে এই আগুন লাগল তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।