বাংলাহান্ট ডেস্ক : আমাদের অনেকেরই স্বপ্ন থাকে বিমান সফরের। তবে বিমানের টিকিট মহার্ঘ্য হওয়ায় সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চলছে স্প্ল্যাশ সেল।airindiaexpress.com, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ এবং প্রধান বুকিং প্ল্যাটফর্মগুলিতে এই সেল চলছে। আজ অর্থাৎ ২৮ শে জুন পর্যন্ত চলবে এই ফাটাফাটি সেল।
৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বিমান ভ্রমণের (Flight) ক্ষেত্রে যাত্রীরা পেয়ে যাবেন এই সেলের অফার। মেম্বার বা সদস্যদের জন্য মাত্র ৮৮৩ টাকা থেকে শুরু হচ্ছে লাইট ফেয়ার।airindiaexpress.com এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করলে এই অফার পেয়ে যাবেন যাত্রীরা। অন্যান্য চ্যানেলের মাধ্যমে যেসব যাত্রীরা টিকিট বুক করবেন তাদের জন্য এক্সপ্রেস ভ্যালু ফেয়ার শুরু হচ্ছে ১০৯৬ টাকা থেকে।
আরোও পড়ুন : IAS হতে না পেরে খুলেছেন নিজের ব্যাবসা! চা বিক্রি করেই বছরে ১৫০ কোটি আয়, অবাক করবে অনুভবের সাফল্যের কাহিনী
পাশাপাশি airindiaexpress.com থেকে টিকিট বুক করলে এক্সপ্রেস লাইট ফেয়ারে যাত্রীরা পেয়ে যাবেন বিশেষ ছাড়। এছাড়াও থাকছে জিরো চেক-ইন ব্যাগেজের মতো আকর্ষণীয় অফার। যাত্রীরা অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই অতিরিক্ত ৩ কেজি কেবিন লাগেজ প্রি-বুক করার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও ডিসকাউন্ট থাকছে চেক-ইন ব্যাগেজেও।
১৫ কেজি চেক-ইন ব্যাগেজ ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ২০ কেজি চেক-ইন ব্যাগেজ ১৩০০ টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়াও ১০০ টাকা ও ৪০০ টাকার বিশেষ ছাড় পেয়ে যাবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের লয়াল্টি মেম্বাররা। পাশাপাশি থাকছে ওয়েবসাইটে 8% পর্যন্ত নিউকয়েন্সও আর্ন করার সুযোগ। Gourmair hot meals-এ ২৫ শতাংশ ছাড় এবং পানীয়ের উপর ৩৩ শতাংশ ছাড়ের অফার ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।