বাংলাহান্ট ডেস্ক : আগের থেকে আরো সস্তা হল বিমান সফর। দীপাবলির আগে গড়ে বিমান ভাড়া (Flight Fare) গত বছরের তুলনায় কমল ২০-২৫%। একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দাম হ্রাস পেয়েছে জ্বালানির। তারসাথে বেড়েছে সক্ষমতা। তাই দীপাবলির আগে বেশকিছু রুটে অনেকটাই হ্রাস পেয়েছে বিমান ভাড়া (Flight Fare)।
কোন রুটে কত টাকা ভাড়া (Flight Fare) কমেছে
ভ্রমণ প্ল্যাটফর্ম ইক্সিগোর রিপোর্ট দাবি করছে, ডোমেস্টিক রুটে বিমান ভাড়া গড়ে ২০-২৫% হ্রাস পেয়েছে। এই হ্রাস পাওয়া ভাড়া প্রযোজ্য হবে ৩০ দিনের এডভ্যান্স কাটা ওয়ান ওয়ে টিকিটের ক্ষেত্রে। জানা যাচ্ছে, ৩৮% ভাড়া হ্রাস পেয়েছে বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটে। গত বছর এই সময়ে বেঙ্গালুরু-কলকাতা রুটে বিমান ভাড়া ছিল ১০,১৯৫ টাকা।
চলতি বছর বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটে ভাড়া পড়ছে ৬,৩১৯ টাকা। ৩৬% হ্রাস পেয়ে চেন্নাই-কলকাতা রুটে টিকিটের দাম ৮৭২৫ টাকা থেকে কমে হয়েছে ৫৬০৪ টাকা। ৩৪% ভাড়া কমেছে মুম্বাই-দিল্লি ফ্লাইটের। ৮৭৮৮ টাকা থেকে হ্রাস পেয়ে এই রুটে ভাড়া হয়েছে ৫৭৬২ টাকা। দিল্লি-উদয়পুর রুটে বিমান ভাড়া ৩৪% হ্রাস পেয়ে হয়েছে ৭৪৬৯ টাকা। টিকিট মূল্য ৩২% হ্রাস পেয়েছে দিল্লি-কলকাতা, হায়দ্রাবাদ-দিল্লি এবং দিল্লি-শ্রীনগর রুটে।
আরোও পড়ুন : ‘বিবেকের কোটিং মেরে ফ্যাশন প্যারেড’! সুদীপার পাঞ্জাবি পরে ‘বিপ্লবী’ চিকিৎসক, পোস্ট দেখে কটাক্ষ কুণালের
ixigo গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) অলোক বাজপাই বিমান ভাড়া কমার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, গো ফার্স্ট এয়ারলাইন স্থগিত থাকার কারণে গত বছর এই সময়টাতে বিমান ভাড়া বেড়ে গিয়েছিল। চলতি বছর অতিরিক্ত ক্ষমতা যুক্ত হওয়ায় অক্টোবরের শেষে বিমান ভাড়া গড়ে ২০ থেকে ২৫ শতাংশ কমেছে। পাশাপাশি গত বছরের তুলনায় অনেকটাই কমেছে অপরিশোধিত তেলের দাম, যার প্রভাব পড়েছে এয়ারলাইন পরিচালনায়।