এবার বিমান বিপাকে দীপিকা

 

বাংলা হান্ট ডেস্ক: মুম্বই বিমানবন্দর থেকে বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছিলেন দীপিকা পাড়ুকোন। গাড়ি থেকে নেমেই সোজা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছিলেন তিনি। তখনই এক নিরাপত্তারক্ষী তাঁর পরিচয় পত্র চেয়ে বসে। প্রথমটা খেয়াল করেননি দীপিকা। পরে তিনি বুঝতে পেরে খুব নম্র ভাবেই বলেন, দেখবেন, সঙ্গেই আছে। এরপর তিনি তাঁর পরিচয় পত্র ওই নিরাপত্তারক্ষীকে দেখান।তবে দীপিকার এই আচরণের প্রশংসা করেছেন সকলেই। সেলিব্রিটি হলেও কিছু ক্ষেত্রে নিয়ম সবার জন্য একই হওয়া উচিত।

 

প্রসঙ্গত অনেক ওই নিরাপত্তারক্ষীরও প্রশংসা করেছেন। কারণ তিনি সেলিব্রিটি বলে দীপিকার সঙ্গে বিশেষ ব্যবহার করেননি। নিজের দায়িত্ব তিনি সঠিক ভাবেই মেনে চলেছেন। অনেকেই আবার দীপিকার দিকে আঙুলও তুলেছেন।

9d460 img 20190622 wa0030

নেটদুনিয়ায় একজন যেমন বলেছেন, বিমানবন্দরে প্রবেশ করামাত্র সকলকেই পরিচয়পত্র দেখাতে হয়।অতএব সবাই নিজ জায়গায় নিজ দায়িত্ব যথাযথভাবেই পালন করেছেন।

সম্পর্কিত খবর