বাংলা হান্ট ডেস্ক:ফ্লোরিডার জ্যাকসনভিলিতে জানুয়ারি থেকে পিছলে গিয়ে বিমান পড়ল নদীতে। শুক্রবার স্থানীয় সময় ৯ টা ৪০ এ ‘বোয়িং ৭৩৭’ বিমানটি ১৩৬ জন যাত্রী নিয়ে সেন্ট জনস নদীতে পড়ে। বিমানটি আসছিল ন্যাভাল স্টেশন গুয়ান্টামো বে থেকে।
জ্যাকসনভিলির মেয়র,লেনি কারি টুইটারে জানিয়েছেন, বিমানে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছে তবে বিমানের তেল যাতে নদীতে না পড়ে তার জন্য বিমানকর্মীরা যথেষ্ট চেষ্টা করছেন।
মেয়রের অফিস থেকে জানা যায়,বিমানটি নদীর জলে পুরোপুরি ডুবে যায়নি। জানা গিয়েছে, বিমানটি মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের।