বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর শুরু হতে হতেই একের পর এক সুখবর পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। সূত্রের খবর, এবার হয়ত কমতে চলেছে বিমানের টিকিটের (Flight Ticket) দাম। নতুন বছরের প্রথম দিন কিছুটা সস্তা হয়েছে বিমানের জ্বালানির দাম। তাই অনেকেই আশা করছেন এবার হয়ত বিমানের টিকিটের দামেও পরিবর্তন আসতে পারে।
বিমানের টিকিটের (Flight Ticket) দাম কমার ইঙ্গিত
সূত্রের খবর, ওএমসি বিমান জ্বালানির দাম হ্রাস করেছে। দাম কমেছে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফের। গতকাল থেকে লিটারে ১ হাজার ৪০১ টাকা দাম কমেছে বিমান জ্বালানির। বর্তমানে এক লিটার বিমান জ্বালানি কিনতে খরচ হচ্ছে ৯১ হাজার ৮৫৬.৮৪ টাকা। লিটার পিছু ১৪৯১.৮৪ টাকা দাম কমেছে কলকাতায়।
কলকাতায় বিমান জ্বালানির দাম ৯৩ হাজার ৫৯ টাকা লিটার। সব থেকে সস্তায় বিমান জ্বালানি মিলছে মুম্বাইতে। ১৩৪৯ টাকা হ্রাস পেয়ে বর্তমানে মুম্বাইতে প্রতি লিটার বিমান জ্বালানি কিনতে খরচ করতে হচ্ছে ৮৪ হাজার ৫১১ টাকা। বিমান জ্বালানির দাম বেশ কিছুটা বৃদ্ধি পায় গত ডিসেম্বর মাসে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতি লিটার বিমান জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল ১৩১৮.১২ টাকা।
আরোও পড়ুন : না জানিয়ে প্রাথমিকে সেমিস্টার! শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা
তার আগে নভেম্বর মাসেও এক দফা বাড়ে বিমান জ্বালানির দাম। একলাফে নভেম্বর মাসে লিটার প্রতি বিমান জ্বালানির দাম বৃদ্ধি পায় ২৯৪১.৫ টাকা।তবে বছরের শুরুতেই সুখবর আসতে শুরু করেছে। বিমানের জ্বালানির দাম কিছুটা কমায় অনেকেই আশা করছেন এবার হয়ত টিকিটের (Flight Ticket) দামও কিছুটা হ্রাস পেতে পারে।
জ্বালানির দামের উপর ভিত্তি করে বিমানের টিকিটের দাম ওঠা-নামা করে। গত কয়েক মাসে বিমান জ্বালানির দাম (Fuel Price) বৃদ্ধি পাওয়ায় টিকিটের (Flight Ticket) দাম বেড়েছিল বেশ খানিকটা। তবে নতুন বছরের শুরুতেই বিমান জ্বালানির দাম কমায় অনেকেই মনে করছেন এবার হয়ত কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বিমানযাত্রীরা।