jio mart, amazon কে টেক্কা দিতে নতুন পদক্ষেপ flipkart-এর,৯০ মিনিটেই হোম ডেলিভারী

বাংলাহান্ট ডেস্কঃ টেলিকম ইন্ডাস্ট্রির মতই ই কমার্স ব্যাবসাতেও এসেই flipkart, amazon দের জোর টক্করের মুখে ফেলেছে Jio. এবার তাই ই-কমার্স ব্যাবসায় অভিনবত্ব আনতে চলেছে flipkart. জানা যাচ্ছে এবার থেকে মাত্র ৯০ মিনিটেই হোম ডেলিভারি পৌঁছে দেবে সংস্থাটি।

images 2020 07 29T193128.555

দেশব্যাপী লকডাউনের জেরে নির্দিষ্ট সময় মেনে খুলছে না দোকান বাজার৷ এই পরিস্থিতিতে জনগনের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফ্লিপকার্ট। পরিষেবাটির নাম দেওয়া হয়েছে ‘ফ্লিপকার্ট কুইক’। অর্ডার করবার দেড় ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে সামগ্রী।

images 2020 07 29T195210.427

আপাতত বেঙ্গালুরু শহরে এই পরিষেবা চালু করছে সংস্থা। মুদি সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য অনেক কিছুই পাওয়া যাবে ৯০ মিনিটে। ফ্লিপকার্টের এই কুইক সার্ভিস যে আমাজন, জিও দের প্রতিযোগিতায় ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ঠিক কবে থেকে চালু হচ্ছে পরিষেবা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

images 2020 07 29T195253.989

প্রসঙ্গত, এবার থেকে ইলেকট্রনিক্স, ফ্যাশন, হেলথ কেয়ার , এবং ফার্মেসি প্রোডাক্ট যুক্ত হতে চলেছে জিও মার্টে। এতদিন পর্যন্ত এই প্রোডাক্টগুলি জিও মার্টে উপলব্ধ ছিল না। এবার এই প্রোডাক্ট গুলি এনে নিজেদের ই কমার্স সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে চাইছে জিও।

Jio mart 759 1

পাশাপাশি, সাধারণ সমস্ত ধরনের জেনারেল স্টোরের সঙ্গে রিলায়েন্স জিওর এই প্ল্যাটফর্ম যুক্ত হতে চলেছে। এছাড়াও ব্যবহারকারীরা দ্রুত এবং সুরক্ষিত ডেলিভারি পেয়ে যাবেন বলেও জানিয়েছে জিও। এই মুহুর্তে একটি আকর্ষনীয় অফারও চলছে জিও মার্টে। প্রথম বার জিও মার্ট থেকে কেনাকাটা করলেই পাওয়া যাবে একটি কমপ্লিমেন্টারি কোবিড-১৯ সেফটি কিট ।


সম্পর্কিত খবর