বাংলা হান্ট ডেস্ক : লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)! বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে কুখ্যাত এই গ্যাংস্টার (Lawrence Bishnoi)। এই মুহূর্তে ভারতবর্ষের কুখ্যাত গাংস্টারদের তালিকায় সবার প্রথমে জ্বলজ্বল করছে এই একটাই নাম। গত ১২ অক্টোবর দশেরার দিন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করেছিল এই বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং-এর আততায়ীরা ।
অনলাইনে বিক্রি হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ছবি দেওয়া টি-শার্ট
বাবা সিদ্দিকীকে এই খুনের পর লাগাতার বলিউড অভিনেতা সালমান খানকেও প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে এই কুখ্যাত গ্যাংস্টার। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। এবার একাধিক জনপ্রিয় ই-কমার্স সাইটগুলিতে বিক্রি হচ্ছে জেলবন্দি এই আসামির ছবি দেওয়া টি-শার্ট। অনলাইনে লরেন্স বিষ্ণোই-র ছবি দেওয়া টি-শার্ট বিক্রি হতে দেখে একেবারে রে রে করে উঠেছেন নেটিজেনরা।
বিশেষ করে লরেন্স বিষ্ণোই-র ছবি আঁকা টি-শার্ট দেদার বিক্রি হতে দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেতা সালমান খানের অনুরাগীরা। জানা গিয়েছে ফ্লিপকার্ট এবং মেসোর মতো ই-কমার্স সাইটগুলিতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-র ছবি আঁকা টি শার্ট বিক্রি হচ্ছে। এই টি-শার্ট গুলির কোনটিতে আবার লরেন্স বিষ্ণোই-র ছবি দিয়ে লেখা হয়েছে ‘গ্যাংস্টার’। আবার কোথাও লেখা হয়েছে ‘রিয়েল হিরো। ‘
আরও পড়ুন : শুনানির লাইভ স্ট্রিমিং নিয়ে কড়া নির্দেশ! বড় সিদ্ধান্ত হাই কোর্টের
সমস্ত টি – শার্টের দাম রাখা হয়েছে ১৭০ থেকে ২৫০ টাকার মধ্যে। বিষয়টির নজরে আসতে দেশের তরুণ প্রজন্মকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যে পুলিশ এবং গোয়েন্দারা যখন যুব সম্প্রদায়কে বিপথে যাওয়ার হাত থেকে রক্ষা করতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন সচেতনতার বার্তা প্রচার করে চলেছেন সেখানে কিভাবে একজন গ্যাংস্টার তাদের রিয়েল হিরো হতে পারে?
একজন জেলবন্দি আসামির ছবি দেওয়া টিশার্ট বিক্রি করায় ফ্লিপকার্ট-মিশোর মতো ইকমার্স সাইট গুলিকে একেবারে তুলোধোনা করেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে কিভাবেই বা এই সমস্ত জনপ্রিয় ই কমার্স সাইট গুলি একজন গ্যাংস্টারের ছবি বসানো টি শার্ট বিক্রি করতে পারে?শেষ পর্যন্ত তীব্র সমালোচনার মুখে পড়ে ওই টি-শার্ট বিক্রি বন্ধ করে দিয়েছে ফ্লিপকার্ট এবং মিশো-র মত ই-কমার্স সাইট গুলি।