দাবানল এর পর এবার বন্যা পরিস্থিতি অস্ট্রেলিয়ায়, আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল পূর্বাভাস

বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরেই প্রবল দাবানল দেখেছিল অস্ট্রেলিয়া। যাতে পুড়ে গিয়েছিল শত শত হেক্টর জমি, অগুনতি বন্যপ্রাণী। সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই এবার ভয়ঙ্কর বৃষ্টিতে ভাসতে চলেছে অস্ট্রেলিয়া।

আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, গত 30 বছরের বৃষ্টির সমস্ত রেকর্ড ভেঙেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে সাধারণত অস্ট্রেলিয়ার এই শহরটিতে। এত বৃষ্টি হয় না বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি রয়েছে একাধিক রাস্তা একই সাথে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে নিরাপদ জায়গার খোঁজে

WhatsApp Image 2020 02 12 at 05.12.38

সিডনিতে বিদ্যুৎ সংযোগ  ছিন্ন  প্রায় এক লাখ বাড়ি গত চার দিনে সেখানে 391 দশমিক 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর বন্যা পরিস্থিতি হতে পারে প্রাণহানিও।

প্রসঙ্গত গত অক্টোবর মাস থেকেই দাবানলে উড়ে গিয়েছিল নিউ সাউথ ওয়েলস এর একটা বিশাল অংশ দাবানল নিভে গেল চলছে এখনো জ্বলছে 31 টি দাবানল যদিও তা তেমনভাবে বিপদজনক নয় তবে তীব্র খরায় নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ার অন্যান্য অঞ্চল ভুগছিল তা থেকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে


সম্পর্কিত খবর