রামপুরহাট হাসপাতাল জলমগ্ন

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

দু-এক পসলা বৃষ্টিতেই থইথই করছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ,যে রাজ্যের কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী বসবাস করেন ৷ রাস্তা ভেসেছে বৃষ্টির জলে ৷ অবশ্য এই চিত্র প্রথম নই, এর আগে বহুবার হয়েছে, কখনো নর্দমার নোংরা আবর্জনা ও জল হাসপাতালের ভিতরে ঢুকেছে,এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হিলদোল নেই।

 

অসুবিধা ভোগ করছেন জনসাধারন সহ রোগীর অাত্মীয় পরিজনেরা ৷ বর্ষার বৃষ্টি এখনো নামেনি বীরভূমে ৷

3114d img 20190628 wa0009

অল্প বৃষ্টিতেই এই অবস্থা হলে মুসলধারে বৃষ্টি নামলে অারো বিপদে পরতে পারেন মানুষজন ৷ অবিলম্বে প্রশাসনিক তৎপরতা প্রয়োজন ৷

সম্পর্কিত খবর